বৃষ্টির গানে পুস্পিতা

মোহাম্মদ তারেক

করোনা মহামারীর কারনে স্টেজ শো বন্ধ থাকলেও নিয়মিত গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নুসহাত সাবিহা পুস্পিতা। বর্তমানে জনপ্রিয় গীতিকার ও সুরকারদের বেশ কিছু গানের প্রকল্পে হাত দিয়েছেন তিনি। জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় এবং শাহরিয়ার মার্সেলের সুর ও সঙ্গীতায়োজনে ‘জানি তোর সময় নেই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন পুস্পিতা। খুব শিঘ্রই গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে। সম্প্রতি এ শিল্পী বৃষ্টির ওপর একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন সাইফুল আজম বাশার এবং সুর করেছেন দেলোয়ার হোসেন। গানটি প্রচার হবে আগামী ১০ আগস্ট বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’ এ। এছাড়া চ্যানেল নাইন এ প্রচারিত ‘চিরকুমারী সংঘ’ শিরোনামের ধারাবাহিকের টাইলেট সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তিনি। পুস্পিতা বলেন, করোনার কারণে স্টেজ শো বন্ধ। ঘরে বন্দি থাকার সময়টা গানে কাজে লাগাচ্ছি। নিজের কিছু ভালো গান দর্শক শ্রোতাদের উপহার দিতে চাই। সেই সাথে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত হতে চাচ্ছি। সবার কাছে গান গুলো ভালো লাগলেই আমার শ্রম স্বার্থক হবে। উল্লেখ, গত কোরবানী ঈদে প্রকাশিত পুস্পিতা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফর হাসানের কণ্ঠে ‘মাটির ফুল’ গানটি প্রশংসা কুড়িয়েছে।

  • গানবাজনা