যদি এক অংশ ভূমি দখলের প্রমাণ মেলে তাহলে রাজনীতি ছেড়ে দিব

ইলিয়াস আলী মোল্লাহ, সংসদ সদস্য, মিরপুর-১৬

সহজ কথা যায় না বলা সহজে। আবার কম সময়েও প্রয়োজনীয় কথা বলা সহজ হয় না। এসো আড্ডা দেই, পাঁচ মিনিট… এ ধরনের কথা শুনলে প্রথমেই অনেকে না-না করে উঠবেন। বলবেন, আরে ভাই মাত্র পাঁচ মিনিটের আড্ডায় কি বলব? শুরু করতে করতেই তো শেষ হয়ে যাবে। এতো গেল ব্যক্তিগত পর্যায়ের আড্ডা। কিন্তু আড্ডাটা যদি হয় কোনো টেলিভিশন অনুষ্ঠানের জন্য। সময় মাত্র পাঁচ মিনিট অর্থাৎ ৩০০ সেকেন্ড। উপস্থাপক প্রশ্ন করবেন। অতিথি উত্তর দিবেন। বাস্তবেও তাই হয়েছে। চ্যানেল আইতে শাহরিয়ার নাজিম জয়-এর উপস্থাপনায় ৩০০ সেকেন্ড নামের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান বেশ জমে উঠেছে। এই অনুষ্ঠানেরই বাছাই করা ১০০জন বিশিষ্ট ব্যক্তির ৩০০ সেকেন্ড অর্থাৎ  পাঁচ মিনিটের সাক্ষাৎকার নিয়ে আনন্দ আলোর ঈদ সংখ্যার একটি বিশেষ আয়োজন এখন বাজারে। আজ থেকে অনলাইনে শুরু হলো এই সংখ্যার অন্তর্ভুক্ত একশজন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার…

জয়: আমাদের জনগনদের জন্যে আপনার পরিবারের শুরু থেকে এই ইলিয়াস আলি মোল্লাহ্ এর জীবন সম্পর্কে একটু জানান?
ইলিয়াস: আমার দাদা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পর্কিত ছিলেন এরপর। আমার বাবা ইউনিয়ন পরিষদের কামরাঙ্গী চর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত পুরো এলাকা তৎকালীন সময়ের মুসলিম পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। এরপর আমার বাবা প্রথম পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। এরপর তার মূত্যুর পর আমি রাজনীতিতে যোগদান করি এবং এজন্যই বলে ঐতিহাসিক মোল্লাহ পরিবার
জয়: আপনার দাদা ক্যাশ টাকা দিয়ে এ্যারোপ্লেন কিনতে চেয়েছিলেন তা নিয়ে কী বলবেন?
ইলিয়াস: আমার দাদা ৩টি গরুর গাড়িতে করে টাকা নিয়ে প্লেন কিনতে গিয়েছিলেন। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী আইয়ুব খান তাকে অনুমতি দেননি তাই কিনতে পারেনি।
জয়: ইলিয়াস মোল্লা ও এখলাস মোল্লা দুই ভাই। কিন্তু কখনো কী দ্বন্দ্ব-বিবাদ হয়েছে?
ইলিয়াস: রাজনৈতিক কারণে বিবাদ হয় তারপর আবার ঠিক হয়ে যায়।
জয়: আপনার চোখে আপনার সবচেয়ে বড় ব্যর্থতা?
ইলিয়াস: আমার কোন ব্যর্থতা নাই।
জয়: এই রাজকীয় জীবন থেকে সরে সাধারণ মানুষের সেবা করতে কী সমস্যা হয়?
ইলিয়াস: আমার পূর্বপুরুষরা যেহেতু তাদের জীবন সাধারণ মানুষের সেবা করতে করতে পার করেছেন সুতরাং আমারো এটাই ধর্ম।
জয়: আপনাকে অনেকে ভুমিদস্যু বলে। সে বিষয়ে কী বলবেন?
ইলিয়াস: যদি এক অংশ ভুমিও দখল করে থাকি কখনো প্রমাণ হয় তাহলে রাজনীতি ছেড়ে দিবো।
জয়: শাকিব আল হাসানের সাথে আপনার কেমন পারিবারিক সম্পর্ক?
ইলিয়াস: শাকিব আল হাসানের একমাত্র ছোট বোনের সাথে আমার ভাইয়ের ছেলের বিবাহ হয়েছে। এভাবেই আমাদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।
জয়: আপনার এলাকা মিরপুর অনেক অসামঞ্জস্যতার জন্য পরিচিত। এবং দূর্নীতির জন্য পরিচিত। এ বিষয়ে কী বলবেন?
ইলিয়াস: মিরপুর এক সময়ে একটি ক্রিমিনাল জোন হিসেবে পরিচিত ছিল। এখন তার চেয়ে অনেক সুষ্ঠু ও সামাজিক পরিবেশে পরিণত হয়েছে।
জয়: আপনি কয়বার এমপি নির্বাচিত হয়েছেন?
ইলিয়াস: ৩বার। আর যতবার নমিনেশন পাবো এমপি হবো।
জয়: কিন্তু এমপি তো জনগনের ভোটে হয়। আপনি এতো সিউর কীভবে?
ইলিয়াস: আমার গুনাবলির কারণে। আমার এলাকার মানুষ যখনই আমাকে দেখতে চায় তখনই পায়। আমি সবসময় তাদের সেবায় নিয়োজিত।
জয়: ইলিয়াস মোল্লা কয়টা প্রেম করেছেন?
ইলিয়াস: প্রেম করিনি।
জয়: তাহলে তো আপনার মনই নাই
ইলিয়াস: আনার মন আাছে ভালোবাসাও আছে।
জয়: তাহলে প্রেম কেননা?
ইলিয়াস: আমার ভালোবাসাকে আমার পরিবার নাও মেনে নিতে পারে সেজন্যই।
জয়: বন্দুক দিয়ে পাখি শিকার করা কী বৈধ কাজ?
ইলিয়াস: না অবৈধ।
জয়: তাহলে কেন করতেন আপনি?
ইলিয়াস: তখন জানতাম না তাই করেছি। জানার পর জেনেশুনে ভুল করিনি। সবাই সবার বিবেককে প্রশ্ন করে এক সময়ে আমিও করেছি আর নিজের ভুল বুঝেছি।
জয়: এমন কিছু এই শো তে বলতে চান যা কোথাও বলেন নি?
ইলিয়াস: না এমন কিছু নেই।
প্রচার: ৮ ডিসেম্বর ২০১৯

  • ৩০০ সেকেন্ড