আমেরিকার প্রেসিডেন্ট পদে কেনি ওয়েস্ট!

সংগীতাঙ্গনে প্রতিষ্ঠা পেয়েছেন। এবার রাজনীতিতে ভাগ্য নির্ধারণের চেষ্টা করছেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার কেনি ওয়েস্ট। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এই শিল্পী। শনিবার আমেরিকার স্বাধীনতা দিবসের দিন হ্যাশট্যাগ ২০২০ ভিশন স্লোগান দিয়ে টুইট পোস্ট করেছেন বিখ্যাত হলিউড তারকা কিম কার্দাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট। তিনি লিখেছেন, ‘ঈশ্বরে বিশ্বাস রেখে আমেরিকার প্রতি প্রতিজ্ঞাকে আমাদের বুঝতে হবে, ভবিষ্যৎ তৈরির জন্য আমাদের লক্ষ্য একত্র করতে হবে। আমি প্রেসিডেন্ট পদে লড়ছি।’ এই পোস্ট আপলোড হতে না হতেই অসংখ্য লাইক পড়েছে তাতে। ২১ বার গ্র্যামি জয়ী এই সংগীতশিল্পীর পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক টুইট করে লিখেছেন, ‘তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।’ স্ত্রী কিম কার্দাশিয়ানও যুক্তরাষ্ট্রের পতাকার ইমোজিসহ টুইটটি শেয়ার করেছেন। এর আগেও বেশ কয়েকবার প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই শিল্পী। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক কেনি অবশ্য তার সমালোচকদের কাছে পরিষ্কার করেছেন, রাজনীতিতে নামার কারণে সংগীতজীবন শেষ হয়ে যাবে, তা যেন কেউ না মনে করেন। কেনি সত্যিই প্রেসিডেন্ট পদে লড়ছেন কি না, কোনো দলের হয়ে লড়বেন না নির্দলীয় প্রার্থী হবেন- সে বিষয়ে এখনো কিছুই খোলাসা করেননি তিনি। এমনকি ভোটে লড়ার জন্য যে নির্দিষ্ট কাগজপত্র দাখিল করতে হয়, সেসব কিছুই করেননি এখনো। যদিও অনেক স্টেটেই নির্দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়নি।

  • বিদেশি বিনোদন