যা ছিল অন্ধকারে বই আকারে প্রকাশ

বিশেষ প্রতিনিধি
যা ছিল অন্ধকারে বিটিভিতে প্রচারিত একটি বহুল আলোচিত ধারাবাহিক নাটক। মহান স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে হামদুর রহমান কমিশন যে রিপোর্ট, প্রকাশ করেছিল তারই আলোকে বিটিভির জন্য ধারাবাহিকটি লিখেছেন, বিশিষ্ট নাট্যকার, কথাসাহিত্যিক বিটিভির বর্তমান মহাপরিচালক হারুন রশীদ। বিটিভির আলোচিত এই ধারাবাহিকটি গতকাল মঙ্গলবার বই আকারে প্রকাশ হয়েছে। এ উপলক্ষে তেজগাওস্থ চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় এক প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, স্বাধীনতার বিপক্ষ শক্তির ছত্রছায়ায় স্বাধীনতার পরও এই দেশে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রকাশ করতে দেওয়া হয়নি। ‘যা ছিল অন্ধকারে’ টিভি ধারাবাহিকের মাধ্যমে সত্যিকার অর্থে অন্ধকার কিছুটা হলেও দূরীভ‚ত হয়েছে। এজন্য বিটিভি কর্তৃপক্ষ প্রশংসা পাবার দাবীদার। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সুবর্না মুস্তাফা এমপি, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ, যা ছিল অন্ধকারে টিভি ধারাবাহিকের প্রযোজক আউয়াল চৌধুরী, বিশিষ্ট কবি নাসির আহমেদ, বিশিষ্ট অভিনেতা শতাব্দী ওয়াদুদ, আবুল কালাম আজাদ, বইটির প্রকাশক অনিন্দ্য প্রকাশনীর প্রধান নির্বাহী আফজাল হোসেন এবং নাট্যকার হারুন রশীদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ। অনুষ্ঠানে বিটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বইটি বইমেলায় অনিন্দ্য প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।

  • বইমেলা প্রতিদিন