আমার আনন্দের বইমেলা!

মেয়েটি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না। আর তাই তো জোরে চিৎকার করে বলে উঠলো ‘ও মাইগড’ জাফর ইকবাল স্যার…। দৌঁড়ে গেল প্রিয় লেখকের কাছে। সামনে গিয়ে আবেগে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমি কী আপনাকে ছুঁয়ে দেখতে পারি? মৃদু হেসে মুহম্মদ জাফর ইকবাল বললেন, ‘ধরো’। প্রিয় লেখকের হাত ছুঁয়েই মেয়েটি খুশি। হ্যাঁ, গতকাল বিকেলে বইমেলার দৃশ্য এমনি ছিলো। জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক মুহম্মদ জাফর ইকবাল বইমেলায় আসার সাথে সাথেই তাঁর ভক্তরা ঘিরে ধরেন একটা অটোগ্রাফ ও সেলফি তোলার জন্য। আর তিনিও যেনো বেশ আগ্রহ নিয়েই ভক্তদের সাথে মিশে যান।
প্রচন্ড ভিড়ের মধ্যেও ভক্তদের অটোগ্রাফ আর মুঠোফোনে সেলফি তোলায় মনোযোগ দিয়েছেন। বিকেল ৪.৩০ এর দিকে তিনি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ঢুকতেই তার পাঠকরা তাকে ঘিরে ধরেন। পুরো মেলা প্রাঙ্গন তিনি ঘুরতে থাকেন এবং ভক্তদের সাথে ছবি তোলেন ও অটোগ্রাফ দেন। এসময় দূর থেকে যারাই দেখেছেন জনপ্রিয় এই লেখককে তারাই দৌঁড়ে তাঁর কাছে ছুটে এসেছেন। যেনো প্রিয় লেখককে কাছে পেয়ে আবেগ আপ্লুত তারা। মেলায় এসে কেমন লাগছে? এমন প্রশ্নে মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমি পুরো বছর এই একটা মাসের জন্য অপেক্ষায় থাকি। প্রিয় পাঠকদের সাথে দেখা করার জন্য আকুলতা পেয়ে বসে। বইমেলায় এলেই মনটা আমার আনন্দে ভরে যায়।

  • বইমেলা প্রতিদিন