বোবা মেয়ের চরিত্রে মেহজাবিন

স¤প্রতি দৃশ্য ধারণ হয়েছে লুৎফর রহমান সোহেলের পরিচালনায় ‘অমৃত কথা’ নাটকের। এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন এ সময়ের ছোটপর্দার প্রিয় দুই তারকা মেহজাবিন চৌধুরী ও ইরফান সাজ্জাদ। এই জুটি এর আগেও বেশকিছু নাটকে অভিনয় করেছেন। তবে এই নাটকের একটি বিশেষত্ব রয়েছে। নাটকটিতে মেহজাবিনের কোনো সংলাপ নেই। প্রসঙ্গক্রমে মেহজাবিন বলেন, ‘সংলাপ থাকবে কীভাবে? এ নাটকে তো আমি বোবা। তবে সাইন ল্যাঙ্গুয়েজে আমার অনেক কাজ আছে নাটকে। বোবা চরিত্রে অভিনয় করছি তো, তাই। যারা কথা বলতে পারে না, তারা তো সাইন ল্যাঙ্গুয়েজেই যোগাযোগ করে।’ নাটকটিতে দেখা যাবে- একটি বোবা মেয়েকে ভালোবেসে ফেলে একটি ছেলে। বোবা মেয়েটিকে জীবনসঙ্গী করতে চায় ছেলেটি। কিন্তু আমাদের সমাজে এ ধরনের সিদ্ধান্ত নিলে অনেক ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। সেসব বাধা এড়িয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। এমন সিদ্ধান্তে সামাজিক ও পারিবারিক জীবনে কী কী সমস্যার মুখোমুখি হতে হয় সেটিই দৃশ্যবন্দি করা হবে মাসুম শাহরিয়ারের রচনায় নির্মিত এ নাটকে। মেহজাবিন চৌধুরী ও ইরফান সাজ্জাদ ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন ডেইজি আহমেদ, প্রিমা ফরহাদ বিদ্যাসহ অনেকে।

  • টিভি গাইড