এক অর্থে ডিসকাউন্ট কিন্তু ৩৫%

সংবাদের শিরোনাম দেখে হয়তো অনেকে চমকে যেতে পারেন। কিন্তু এটাই সত্যি! হ্যাঁ পাঠক, এবছর বইমেলায় যারাই বই কিনবেন তারাই পাবেন ৩৫% ডিসকাউন্টের সুবিধা। বিষয়টা একটু পরিস্কার করে বললেই সহজ হয়ে যাবে। বইমেলায় সবগুলো স্টলেই ২৫% ডিসকাউন্টে বই কেনা যাচ্ছে। এটার সাথে এবছর মেলার মূলস্পন্সর ‘বিকাশ’ দিচ্ছে বইপ্রেমীদের জন্য আলাদা সুবিধা। বইমেলায় ‘বিকাশ’ দিয়ে বই ক্রয় করলে পাওয়া যাবে ১০% আলাদা ডিসকাউন্ট। ফলে দুইভাবে ডিসকাউন্ট যোগ করলে একজন পাঠক ৩৫% ডিসকাউন্টে বই কিনতে পারছেন। এজন্য বইমেলায় রয়েছে ‘বিকাশ’এর তিনটি বুথ। যেখান থেকে টাকা ক্যাশ ইন এবং ক্যাশ আউট করানো যাচ্ছে। আর মেলার প্রতিটি স্টলেই ‘বিকাশ’এর আলাদা আলাদা নাম্বার রয়েছে যেটার মাধ্যমে বই কেনার পর পেমেন্ট দেয়া যাচ্ছে। প্রযুক্তির এই যুগে বইমেলায় এটা আলাদা এক সুবিধা বলে অনেকে উল্লেখ করেন। মেলায় এমন সুবিধা পেয়ে অনেক খুশি। গতকাল যাত্রাবাড়ি থেকে মেলায় আসা সানজিদা রহমান জানান, অন্যান্যবছর মেলায় নির্দিষ্ট ২৫% ডিসকাউন্টে বই কিনতে পেরেছি। তবে এবছর বিকাশ-এর মাধ্যমে বই কিনে আরো ১০% ডিসকাউন্ট পাচ্ছি এটা সত্যিই অন্যরকম ভালো লাগার বিষয়। বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্যই ব্র্যাক ব্যাংক-এর ‘বিকাশ’ এর এই প্রচেষ্টা বলে জানান বিকাশ-এর সিইও কামাল কাদের।

  • বইমেলা প্রতিদিন