জেসিয়ার শুরুতেই ব্যাচেলর ডটকম

চীনে মিস ওয়ার্ল্ডের মঞ্চে ছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। সেখান থেকে ফিরে এসে কাজ নিয়ে মোটেও কোনো তাড়াহুড়ো করেননি। পরিকল্পনা করে তবেই সিদ্ধান্ত নিচ্ছেন। শুরুতেই টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘ব্যাচেলর ডটকম’। সম্প্রতি নাটকটির শুটিংয়ে অংশ নেন জেসিয়া। নাটকের গল্পে দেখা যাবে জেসিয়া ঢাকার মেয়ে। বাবা খুব ধনী। মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেছেন। এরপর বাসা ছেড়ে মেয়েটি ভার্সিটির হোস্টেলে ওঠেন। বাবা চান, মেয়ে হোস্টেলে থেকে বাসায় ফিরে আসুক। কিন্তু মেয়েটি বাসায় ফিরতে চান না। ধীরে ধীরে বাবা আর মেয়ের মাঝে টানাপোড়েন তৈরি হয়। এদিকে হোস্টেলের পরিবেশের সঙ্গে তাল মেলাতে পারে না  মেয়েটি। এখানে অন্য মেয়েদের সঙ্গে তার ঝামেলা তৈরি হয়। অভিনয় জেসিয়া ইসলামের কাছে নতুন নয়। এর আগে মাবরুর রশীদ বান্নাহর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। জেসিয়া বলেন, ‘ব্যাচেলর ডটকম’ ধারাবাহিকে আমার চরিত্রটি খুব পছন্দ হয়েছে। আশা করছি, নাটকটি আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে।’ ‘ব্যাচেলর ডটকম’ ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে একুশে টিভিতে। এই নাটকে অভিনয় করছেন নিলয় আলমগীর, জোভান, নাদিয়া, আইরিন, তানিয়া বৃষ্টি, সিদ্দিক, বাঁধন, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, বড়দা মিঠু, কাজী উজ্জ্বল, তুলনা আল হারুন, ফারজানা রিক্তা প্রমুখ।

তারা ভদ্র পাড়ার বাসিন্দা!

অন্যরকম একটি গ্রাম, যেখানে সবাই সুবোধ প্রকৃতির। শুধু একজন ছাড়া, চঞ্চল চৌধুরী। চুরিই তার পেশা। এ গ্রামেই আছে তার কয়েকজন আত্মীয়-স্বজন। তারা চুরিতে যুক্ত না হলেও এর প্রভাব পড়ে তাদের ওপর। চোর আর গ্রামের মানুষদের নিয়ে উঠে এসেছে গল্পটি। আর এভাবেই নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ভদ্র পাড়া’। বৃন্দাবন দাসের রচনায় সকাল আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, ফজলুর রহমান বাবু, আরফান আহমেদসহ অনেকে। পরিচালক সকাল আহমেদ বলেন, ‘অনেক মজার একটি গল্প। বেশ কয়েকদিন ধরেই পূবাইলে এর শুটিং করা হয়। দর্শক অন্যরকম কিছু দেখবেন বলে বিশ্বাস।  ধারাবাহিকটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে বলে পরিচালক উল্লেখ করেন।

  • টিভি গাইড