মেলায় চিকিৎসাবিষয়ক বই

তারা শুধু রোগিই দেখেন না, তারা ভালো মানের বইও লিখতে পারেন। হ্যাঁ, পাঠক। এবার বইমেলায় বেশ কয়েকজন চিকিৎসকের লেখা বই দেখে এ কথাই বার বার মনে হবে। এবার মেলায় নামিদামি লেখক-সাহিত্যিকের পাশাপাশি বেশ কয়েকজন চিকিৎসক লিখেছেন মানুষের জন্য প্রয়োজনীয় কিছু চিকিৎসাবিষয়ক বই। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত বলে, চিকিৎসা এবং স্বাস্থ্যের বই ভালো চলছে বলেও জানিয়েছেন বইমেলার বিক্রেতারা।‘ ডা. অরূপ রতন চৌধুরীর আগামী প্রকাশনী থেকে এসেছে ‘মাদকাসক্তি একটি রোগ’ ও ‘তামাক ও ধুমপান মহিলাদের জন্য সমান ক্ষতিকর’, অন্বেষা প্রকাশনী থেকে বেরিয়েছে সামরিক চিকিৎসক ডা. কর্নেল নাজমা বেগমের, ‘শিশুর বিকাশ খাদ্য, পুষ্টি ও চিকিৎসা সেবা’ নামের বইটি। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. আবু সাঈদ শিমুলের ‘বাচ্চা খেতে না চাইলে কী করবেন’ নামের আরেকটি বই। পুথি নিলয় থেকে এসেছে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. শাহজাদা সেলিমের ‘গর্ভকালীন ডায়াবেটিস ও থায়রয়েড হরমোনজনিত সমস্যায় করণীয়’ এবং ডা. ফজলুল কবিরের ‘দেহের যত অসুখ বিসুখ’, শোভা থেকে এসেছে অধ্যাপক ডা. শহীদুল্লাহর বই ‘এইসব রোগব্যাধি প্রতিরোধের নানা উপায়’, ডা. আবু সাঈদের ‘কোন বাচ্চা কী খাবে’।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment