সবার হাতে ভালোবাসার বই!

ভালোবাসার বই চাই। আছে কী ভালোবাসার বই! গতকাল এমনই প্রশ্ন শুনতে হয়েছে অধিকাংশ স্টলে কর্তব্যরত বিক্রয় প্রতিনিধিকে। চালাক যারা তারা ভালোবাসার বইয়ের তালিকা আগেই স্টলে স্টলে টাঙ্গিয়ে দিয়েছিল। তবুও পাঠক প্রশ্নের পর প্রশ্ন করেছেÑ কোথায় পাব ভালোবাসার বই? ভালোবাসার কবিতা পড়তে চাই। প্রশ্নের উত্তর দিতে অনেক স্টলে বিক্রয় প্রতিনিধিরা ক্লান্ত হয়ে ওঠেন। তবে বইয়ের প্রতি পাঠকের এতো আগ্রহ দেখে তারা খুব খুশি। অন্যপ্রকাশের প্যাভিলিয়নে কর্তব্যরত একজন প্রতিনিধি বললেনÑ এবার মেলার শুরু থেকেই বইয়ের পাঠক বেড়েছে। মানুষ আগের চেয়ে এবার বেশী বই কিনছে। বিশেষ করে গতকাল পহেলা ফালগুন উপলক্ষে মেলায় ক্রেতা-দর্শকের ঢল নেমেছিল। অধিকাংশ মানুষ বইয়ের স্টলে প্রিয় কবি লেখকের নতুন বই খুঁজেছেন। কিনেছেনও অনেকে। কবিতার বই বিক্রি হয়েছে বেশী। কবি রেজা উদ্দিন স্টালিন বললেন, এবার মেলার পরিবেশ খুব সুন্দর। সুন্দর মেলা দেখে মানুষের মনেরও পরিবর্তন হয়েছে। এবার বইয়ের ক্রেতা বেড়েছে। গতকাল মেলার সোহওয়ার্দী উদ্যাণ অংশে প্রেমের কবিতা, ভালোবাসার উপন্যাস বেশী বিক্রি হয়েছে। আজ ভালোবাসার দিনে বইমেলা আরও জমবে।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment