বন্ধু হয়ে আছি পাশে

বইমেলার কোথায় কোন স্টল, মেলায় নতুন বই কয়টি এসেছে নতুন বইয়ের মোড়ক উন্মোচনের খবর সহ মেলার খুটিনাটি যাবতীয় তথ্যাদি যেখান থেকে দেয়া হয় সেটি হলো তথ্যকেন্দ্র। মেলার একাডেমি অংশে বর্ধমানে হাউসের বারান্দায় একটি এবং মেলার সোহ্রাওয়ার্দী উদ্যান অংশে আরেকটি তথ্যকেন্দ্র রয়েছে। যেখান থেকে বাংলা এাকডেমির এক ঝাঁক নিবেদিত প্রাণ কর্মী বইমেলায় আসা দর্শনার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। বাংলা একাডেমি অংশের তথ্যকেন্দ্র থেকে মেলার নতুন বইয়ের তথ্য ও মোড়ক উন্মোচনের বিষয় জমা নেয়া ও ঘোষণা দিয়ে থাকেন। যেখানে বাংলা একাডেমির উপপরিচালক ড. সরকার আমিনের নেতৃত্বে প্রায় ২৩ জনের একটি টিম কাজ করছেন। এই টিমে রয়েছেন কাজী রুমানা আহমেদ সোমা, রোকসানা পারভীন স্মৃতি, আনোয়ারুল হক, শারমিন আহমেদ রুমি, শাহাদাত হোসেন, আসাদ আহমেদ, কামরুল হাসান, হায়দার হোসেন, মাহবুবা রহমান, আবিদ করিম, নাজমুল হুসাইন, রাফিকা সুলতানা, ফারহানা শিরিন, জাহিদুল হক, এমদাদুল হক, শাহিদা আক্তার, ফরিদ আহমেদ, সেলিনা আখতার, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, সোনা মিয়া ও জাবেদ হোসেন। আর মেলার সোহরাওয়ার্দী অংশে একাডেমির উপপরিচালক ড. অনু হোসেনের নেতৃত্বে রয়েছেন শহীদুল ইসলাম, খালিদ ইবনে মারুফ, মীর হোসেন, নজরুল ইসলাম, রেজাউল করিম ওয়ারেছী, আবু জাফর আলী, দাউদ উদ্দীন ও কিশোর দাস।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment