আপনার টেলিভিশন ভাবনা

এটাকে কি আমরা জেনারেশন গ্যাপ বলব? নাকি এর অন্য কোনো নাম আছে? হ্যা, এক অর্থে এটিকে জেনারেশন গ্যাপই বলা যায়। তা না হলে এত ভাগাভাগি হচ্ছে কেন? পরিবার থেকেই যদি ঘটনার বিশ্লোষণ করি তাহলে কেমন হয়? একটা সময় ছিল পরিবারে একটা টিভি থাকলেই চলত। সেই বিটিভি আমলের কথা যদি ধরি- একটাই টিভি… একটাই টিভি চ্যানেল। পরিবারের সবাই মিলে টিভির অনুষ্ঠান দেখার পর সেই অনুষ্ঠান নিয়ে পারিবারিক ভাবে আড্ডা জুড়ে দেয়া এটা ছিল নিত্যকার ব্যাপার। এই আড্ডায় শুধু ভাই-বোনেরাই নয়, বাবা-মা চাচা-চাচী, দাদা-দাদী সহ পরিবারের বয়োজ্যেষ্ঠরাও যোগ দিতেন। এটা ভালো নয়, ওটা ভালো হয়েছে এই নিয়ে শুরু হতো জোর তর্ক। বিটিভির সাপ্তাহিক অথবা এ মাসের বিশেষ নাটক দেখার পর শুধু পরিবারে নয় অফিস আদালত পাড়ায় চায়ের দোকান সহ নানান আড্ডায় শুরু হয়ে যেতো নাটক নিয়েই আলোচনা।

আর এখন একটি পরিবারেই একাধিক টেলিভিশন সেট। ছেলের ঘরে একটা, মেয়ের ঘরে একটা, স্বামী-স্ত্রীর ঘরে আরেকটা। কোনো কোনো ক্ষেত্রে স্বামী-স্ত্রীরও আলাদা ঘর, আলাদা টিভি সেট। কি দেখেন সবাই টেলিভিশনে? সেখানে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কতটা উজ্জ্বল? এই নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ হবে আনন্দ আলোর ঈদ সংখ্যায়। ‘আপনার টেলিভিশন ভাবনা’ শিরোনামে লেখা পাঠান অনুর্ধ্ব দুইশ শব্দের মধ্যে।

  • টিভি গাইড
Comments (০)
Add Comment