শুধু মানুষ আর মানুষ!

যেদিকে তাকাই শুধুই মানুষ আর মানুষ। ডানে মানুষ। বায়ে মানুষ। সামনে মানুষ। পেছনেও মানুষ। এক শিশু আনন্দে হাত তালি দিয়ে তার মাকে বলল- মা ঐ দ্যাখো আকাশেও মানুষ। গতকাল একুশে বইমেলার অবস্থা ছিল অনেকটা এরকম। অনেকে হয়তো ভাবতে পারেন ডান আর বাম, সামনে অথবা পেছনে মানুষের কথাতো বুঝলাম। আকাশে মানুষ সেটা আবার কী? সহজ উত্তর- আকাশের মানুষটি হলো বইমেলার ওয়াচ টাওয়ারে বসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এবার বইমেলায় একাধিক ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে এটি এবার বইমেলার নতুন সংযোজন। বলছিলাম মানুষের কথা। গতকাল একুশে বইমেলা মানুষের মহাসমুদ্রে পরিণত হয়েছিল। মূলত: মহান ভাষা দিবস উপলক্ষে ঘর থেকে বেড়িয়ে ছিল মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকেই ঢুকে পরেন বইমেলায়। আবার অনেকে শুধু বইমেলার টানেই ঘর থেকে বেড়িয়েছিলেন। ফলে সকাল থেকে সন্ধা অবধি মেলার দুই অংশই লোকে লোকারণ্য হয়ে ওঠে। প্রতিটি স্টলে বইয়ের বিক্রি ছিল বেশ। বিকেলে মেলার মূলমঞ্চে একুশে বক্তৃতা প্রদান অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। সন্ধ্যায় একাডেমির মূলমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকের উপচানো ভীড় ছিল।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment