পাঞ্জেরী: মুক্তবুদ্ধি আর মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রসরমান

এবারের বইমেলার শেষ প্রান্তে অর্থাৎ সর্ব উত্তরে পাঞ্জেরী প্রকাশনার অবস্থান। সম্পুর্ণ কাঠ দিয়ে নির্মিত এই প্যাভিলিয়ন দৃষ্টিনন্দন ও কালার ফুল। পাঞ্জেরীর মূল ে াগানণ্ড প্রগতির প্রহরী আমরা কর্মে ও চিন্তায় মুক্তবুদ্ধি আর মুক্তিযুদ্ধের চেতনায়। এ প্রতিষ্ঠান থেকে এবার অনেকগুলো নতুন বই প্রকাশ হয়েছে। এর মধ্যে আছে শিশুতোষ ফ্যান্টাসী ও ফিকশন, শিশুতোষ বই; রূপকথা সিরিজ, প্রকৃতিপাঠ, কিশোর সাহিত্য, নীতিগল্প সিরিজ, জানা অজানা, চরিত্র শার্লক হোমস, চরিত্র জীবন কাহিনী, গল্পে গল্পে জীবন কথা সিরিজ, রম্য সিরিজ, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ রেফারেন্স বুকস কিশোর ক্লাসিকস। পাঞ্জেরী প্রকাশনীর স্বত্বাধিকারী কামরুল হাসান সায়ক।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment