দিনটা শিশুদের জন্য

আজ বইমেলার পঞ্চম দিন। শিশু প্রহর। আগামীকালও আছে। এবারের বইমেলায় চারটি শুক্রবার, চারটি শনিবার ছুটির দিন গুলোতে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য শিশু প্রহর ঘোষণা করেছে বাংলা একাডেমি। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বইমেলা শুধু শিশুদের জন্য খোলা থাকবে। শিশুরা বাবা-মার হাত ধরে মেলায় ঘুরে ফিরে এবং নিজেদের পছন্দের বই কিনবে।  বাংলা একাডেমীর ভেতরেই আছে ছোটদের কিছু প্রকাশনী। পারলে এখান থেকে ছোট্টসোনামনিরা পছন্দের বই খুঁজে দেখতে পারো। সেখানে পেয়ে গেলে তো ভালোই। আর যদি না পাও তো সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারো। সেখানে দাদাভাই চত্বরে বিশাল জায়গা জুড়ে রয়েছে শিশু কর্ণার। এই কর্ণারকে শিশু-কিশোর বিনোদন ও শিক্ষামূলক অঙ্গসজ্জায় সজ্জিত করা হয়েছে। বইমেলায় ছোট্ট সোনামনিদের নিয়ে নানান আয়োজন থাকে। তার মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, সংগীত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অন্যতম।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment