বাংলা একাডেমির হীরকজয়ন্তী উপলক্ষে আলোচনা

গতকাল মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির হীরকজয়ন্তী: গবেষণা কার্যক্রম, অতীত থেকে বর্তমান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এ বিষয়ে ড. আবুল আহসান চৌধুরী লিখিত প্রবন্ধ তাঁর অনুপস্থিতিতে পাঠ করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মনসুর মুসা, ড. ভূঁইয়া ইকবাল, ড. আমিনুর রহমান সুলতান। সভাপতিত্ব করেন ড. মনিরুজ্জামান। প্রাবন্ধিক বলেন, প্রতিষ্ঠার পর থেকে ষাট বছর যাবৎ বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিসহ প্রাসঙ্গিক বিষয়ে বাংলা একাডেমি অসাধারণ সব গবেষণাকর্ম সম্পাদন করেছে। আলোচকবৃন্দ বলেন, প্রতিষ্ঠার শুরুতে মূলত গবেষণার দিকে মূল ঝোঁক থাকলেও ক্রমেই জনপ্রত্যাশার আহŸানে বাংলা একাডেমি বহুমুখী কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছে। এর ফলে একাডেমির প্রকৃত গবেষণা কার্যক্রম মাঝেমধ্যে ব্যাহত হলেও আমরা একাডেমির কাছ থেকে বিচিত্রমাত্রিক সৃষ্টিকর্ম উপহার পেয়েছি। সভাপতরি বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, বাংলা একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে গবেষণা কার্যক্রমে মনোযোগ দিয়ে আসছে। বাংলা ভাষা ও সাহিত্যের খ্যাতনামা পণ্ডিত ও গবেষকবৃন্দ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, কোন স্বীকৃতির আশা না করে বাংলা একাডেমিতে যুক্ত থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন যার মধ্য দিয়ে ভাষা ও সাহিত্যের অনেক নতুন তথ্য-তত্ত¡ উদ্ঘাটিত হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সাদী মহম্মদ, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, রাহাত আরা গীতি, মহিউজ্জামান চৌধুরী এবং নার্গিস চৌধুরী।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment