এপার এবং ওপার

বইমেলার কিছু গুরুত্বপুর্ণ তথ্য জেনে নিন। এপার অর্থাৎ বাংলা একাডেমি প্রাঙ্গনে স্টল রয়েছে ৮২টি। এর মধ্যে নেই কোনো বই প্রকাশকের স্টল। আছে সরকারী প্রতিষ্টানের ২৫টি স্টল। এনজিও এবং অন্যান্য প্রতিষ্টানের ২৯টি স্টল। মিডিয়ার আছে ২৭টি স্টল। বাংলা একাডেমির আছে একটি প্যাভিলিয়ন। এবারের মেলায় ৭টি গেট রয়েছে। আছে ফ্রি ওয়াইফাই। যাদের এনড্রয়েড মোবাইল ফোন বা ল্যাপটপ আছে তারা মেলায় বিনে পয়সায় ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। ওপারে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার অংশে শুধু মাত্র প্রকাশকদের স্টল রয়েছে ৪০২টি। এখানে আছে বাংলা একাডেমি প্রাঙ্গনের মতো সকল সুযোগ সুবিধা। নামাজের জায়গা, পানি পানের ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন একটি ফোয়ারাও আছে শুধু সোহারাওয়ার্দী উদ্যানের অংশে।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment