নারী লেখকের সংখ্যা কম নয়

তহসিনা এ্যানি

নারী লেখক তহসিনা এ্যানি। এবছর বইমেলায় তার লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। উৎস প্রকাশন থেকে বই দুটো হলো ‘বিশ্বাসে খুঁজি মানুষ’ ও ‘ব্যস্ততায় মুঠোফোনে’। এছাড়াও লেখকের গতবছর ছদ্মনাম বহ্নিশিখার নামে প্রকাশিত হয় ‘সঞ্চয়ন’ বইটি। এবছর ছদ্মনাম থেকে বেরিয়ে আসল নামেই লিখলেন বই। এই বিষয়ে তিনি বলেন, লেখালেখির ব্যাপারে এক প্রকার প্রতিক‚লতাই ছিলো, তাই তো ছদ্মনামে গতবছর বই লিখেছিলাম। তবে এবছর আমি সামাজিক প্রতিক‚লতার বিরুদ্ধে অনুক‚ল পরিবেশে আছি। তাই ছদ্মনামকে আড়াল করলাম।  লেখক এবারের বইমেলা নিয়ে বলেন, এবারের মেলা বেশ ফাঁকা ফাঁকা এবং বড় জায়গাজুড়ে হওয়ায় বেশ ভালো লাগছে। অন্যান্যবছর বইমেলায় প্রথম দিকে তেমন মানুষ না দেখা গেলে এবার মেলায় শুরুর দিন থেকেই পাঠকের উপস্থিতি চোখে পড়ার মতো। বর্তমানে মেলায় নারী লেখকের সংখ্যা কম নয়। দিন দিন এই লেখকের সংখ্যা বাড়ছে বলে এটাকে বেশ ইতিবাচকভাবেই দেখেন তহসিনা এ্যানি। তিনি বলেন, নারী আজ ঘর ও কর্মস্থল দু’জায়গায় পরিশ্রম করে যাচ্ছে। বিশ্বের উন্নত দেশের মতো আমাদের দেশেও নারী অবদান রাখছে।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment