এই পুরস্কার বাংলাদেশের নোবেল: সুজন বড়ুয়া

এ বছর শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন শিশুসাহিত্যিক সুজন বড় য়া। গতকাল বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহন করেন তিনি। পুরস্কার নেয়ার পর ক্রেস্ট হাতে মেলা প্রাঙ্গনে বেশ উচ্ছ¦সিত দেখা গেল সুজন বড় য়াকে। আনন্দ আলো বইমেলা প্রতিদিনকে নিজের অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে বলেন, এই মূহ‚র্তে অনুভ‚তি অসাধারণ। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার বাংলাদেশের সাহিত্য চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ স্বীকৃতি। এবছর শিশু সাহিত্যে এই পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। আমি এই পুরস্কারকে বলতে চাই বাংলাদেশের নোবেল। এখানে একটি কথা না বললেই নয় তা হলো পুরস্কার পাওয়ার আগে ব্যক্তিগতভাবে মনে হতো বর্তমানে বইপত্র মানুষজন খুব একটা পড়ে না। আমরা যারা লেখালেখির সাথে জড়িত তারাই মনে হয় বই পড়ে থাকি। কিন্তু পুরস্কার পাওয়ার পর এতো মানুষের শুভেচ্ছা এবং অভিনন্দন পেয়েছি যে আমার এই ধারনাটা মিথ্যা প্রমানিত হয়েছে। মেলায় সুজন বড়ুয়ার লেখা চারটি বই এরইমধ্যে প্রকাশ হয়েছে। আদিগন্ত থেকে এসেছে ‘বড় রাজ কুমার’, ‘জোসনা ও জোনাকী’ কথা প্রকাশ থেকে এসেছে ‘লেখক হবো কেমন করে’, ‘ছন্দের সহজ পাঠ’।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment