বড়ই আনন্দের খবর!

বড়ই আনন্দের খবর। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বললেন তিনি সারাবছর একুশে বইমেলার জন্য অপেক্ষায় থাকেন। গতকাল বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। প্রধানমন্ত্রীর কথা শুনে আমরা বেশ আশাবাদী হয়ে উঠেছি। কারণ দেশের প্রধানমন্ত্রী যেখানে বইয়ের প্রতি যতœশীল এবং আন্তরিক সেখানে একটা সুন্দর উজ্জ্বল আগামীই আমাদের জন্য অপেক্ষা করছে একথা নিশ্চিত করে বলা যায়।  এবারের বইমেলা যথার্থ অর্থেই বড় আকার পেয়েছে। স্টল ও প্যাভিলিয়নের বিন্যাসও হয়েছে পরিপাটি। এখন দেখার পালা মেলায় কতটা মান সম্পন্ন বই আসে এবং বইয়ের ক্রেতা বাড়ে কিনা।  প্রতিবারের মতো এবারও সেই অনুরোধটিই করতে চাই। বইমেলায় এসেছেন। একটি হলেও ভালো বই কিনুন। প্রিয়জনকে বই উপহার দিন।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment