মাসব্যাপী বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ সোমবার বাংলা একাডেমি আয়োজিত মহান একুশে বইমেলা শুরু হয়েছে। বিকেল ৩ টায় মেলা উদ্ভোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একাডেমি ঘোষিত ১১ জন সাহিত্যিকের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রীর হাতে বাংলা একাডেমি প্রকাশিত আধুনিক বাংলা অভিধান তুলে দেয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলা একাডেমির মহাপরিচালক শাসসুজ্জামান খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী অনিন্দিতা কাজী।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment