শুরুর দিনেই অনেক আলো

মেলা মানে আনন্দ। মেলা মানে উৎসব। মেলা মানে হৈ চৈ। মেলা মানে মিলিত প্রাণের উচ্ছ¦াস। আর যদি সেটা হয় একুশে বইমেলা তাহলে তো কথাই নেই। আনন্দ, উৎসব আর উচ্ছ¦াসের মাত্রা বেড়ে যায় অনেকখানি। আমাদের একুশে বইমেলা এবার নানা কারনে শুরু দিনেই অনেক বেশী আলোকিত এবং আলোচিত হয়ে উঠেছে। প্রতিবারের মতো এবারও আনন্দ আর উৎসব মুখর পরিবেশে একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশী অতিথিরা। প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধনের পাশাপাশি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত গুণী সাহিত্যিকদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন সহ দেশের অধিকাংশ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। ১ম পাতার পর] এবার ফেব্র“য়ারি মাস ২৯ দিন হওয়ায় বইমেলা অন্যবারের চেয়ে একদিন বেশী পাবে। প্রতিদিন বইমেলা শুরু হবে বিকেল ৩টায়। শেষ হবে রাত ৮টায়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বইমেলা সকাল ১১ টায় শুরু হবে। কতৃপক্ষ আশা করছে এবার বইমেলা অতীতের তুলনায় আরও বেশী জমবে।

  • বইমেলা প্রতিদিন
Comments (০)
Add Comment