Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

গ্রাম পর্যায়ে ৫০০ টি মঞ্চ তৈরির স্বপ্ন দেখি – নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

দেশের অন্যতম সংগঠন ‘ঢাকা থিয়েটার’ চার দশক অতিক্রম করতে চলেছে। ১৯৮৩ সালের ২৯ জুলাই মৌলিক নাটক মঞ্চায়নের মাধ্যমে ঢাকা থিয়েটার এর যাত্রা শুরু হয়। হিসেব অনুযায়ী ৪৮ বছর অতিক্রম করতে যাচ্ছে ঢাকা থিয়েটার। এই সময়ে দেশের মঞ্চ আন্দোলন ও আধুনিক নাট্যধারায় ব্যাপক ভুমিকা রেখেছে ঢাকা থিয়েটার। গ্রাম পর্যায়ে থিয়েটার চর্চাকে বেগবান করার জন্য ঢাকা থিয়েটার প্রতিষ্ঠা করে ‘গ্রাম থিয়েটার’ নামে আরও একটি সংগঠন! পৃথিবীখ্যাত লন্ডনের গ্লোব থিয়েটার মঞ্চে ঢাকা থিয়েটার নাটক মঞ্চস্থ করার কৃতিত্ব দেখিয়েছে। এই করোনাকালেও ‘একটি অলৌকিক স্টিমার’ নামে নতুন একটি নাটক মঞ্চে এনেছে ঢাকা থিয়েটার।
দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় আজ যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তারকারাই ঢাকা থিয়েটার এর সভাপতি গুণী নাট্যব্যক্তিত্ব চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এক সাক্ষাৎকারে বলেছেন করোনার কারনে দেশের সাংস্কৃতিক অঙ্গন অনেকটাই থেমে আছে। তবে আশায় আছি এই সংকট একদিন কেটে যাবে। আমার স্বপ্ন সারাদেশে গ্রাম পর্যায়ে কমপক্ষে ৫০০ টি নাটকের মঞ্চ প্রতিষ্ঠা পাক। জানিনা বাস্তবে এটা দেখতে পারবো কি না। তবে একদিন না একদিন আমার স্বপ্ন সফল হবেই…