Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ঈদ নাটকের তারকারা

ঈদ এলেই ব্যস্ত হয়ে পড়ে নাটক পাড়া। একের পর এক নাটকের শুটিংয়ে মুখর থাকে শুটিং হাউজ গুলো। ভোর থেকে রাত পর্যন্ত চলে ঈদের কাজ। এ ব্যস্ততা বহুগুণ বেড়েছে ডিজিটাল মাধ্যম গুলোর জনপ্রিয়তায়। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ওটিটি প্লাটফর্ম ও ইউটিউব চ্যানেল গুলোও নিজের মতো কাজ করছে। শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ছেন অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। ভিন্ন ভিন্ন গল্প ও একাধিক চরিত্রে অভিনয়ের জন্য তারকারা দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। উদ্দেশ্য একটাই, অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন। তারকাদের ঈদের নাটক নিয়ে লিখেছেন মোহাম্মদ তারেক

মোশাররফ করিম
Mosarrof-Karimবাংলা নাটকের খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম বিচিত্র রকম চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অনেক আগেই। প্রতি ঈদে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের থাকে উজ্জ্বল উপস্থিতি। ওয়েবের কাজে ব্যস্ত থাকায় গত ঈদে ছোট পর্দায় তাকে কম দেখা গেছে। এবার ঈদে তারেক রেজার ‘নীল রঙের শার্ট’, সকাল আহমেদের ‘সব দোষ হোসেন আলীর’, রাকেশ বসুর ‘মকবুল জাদুকর’ সোহেল হাসানের ‘ঢোল মজিদ’ সহ বেশ কয়েকটি নাটকে দেখা যাবে এই অভিনতোকে। প্রতি ঈদে সিক্যুয়ালের মধ্যে বাড়তি আকর্ষণ থাকে মোশাররফ করিম অভিনীত নাটক ‘যমজ’। এ নাটকটি এবার হচ্ছে না। হঠাৎ করেই নাটকের নির্মাতা দুর্ঘটনার শিকার হয়েছেন। এ কারণে ঈদে এ নাটক প্রচার হবে না। মোশাররফ করিম জানান, ঈদে কতটি নাটকে অভিনয় করেছি, আমার কাছে সেটি মুখ্য নয়। কয়টি ভালো নাটকে অভিনয় করেছি. সেটিই গুরুত্বপূর্ণ বিষয়। যে জন্য ঈদের কাজের ক্ষেত্রে কাজের মানের বিষয়টি প্রাধান্য দেই। কারণ ঈদে দর্শকদের প্রত্যাশার চাপ বেশি থাকে। নাটক, টেলিছবি ছাড়া মোশাররফ করিম সিনেমা ও ওটিটির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। আসন্ন ঈদের বিশেষ চমক হিসেবে হইচই মুক্তি দিচ্ছে মহানগর-২।

চঞ্চল চৌধুরী
Chancal-CHowdhury-1ঈদ আয়োজনে চঞ্চলের থাকে সরব উপস্থিতি। এবার চঞ্চলের কাজের তালিকায় রয়েছে বেশ কয়েকটি নাটক। দুটি একক, একটি টেলিফিল্ম ও সাত পর্বের দুটি ধারাবাহিক। তম্ময়ের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটক ‘চোর, ডাকাত পুলিশ ও মিলিটারি বউ’, বৃন্দাবন দাসের রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় টেলিছবি ‘হাত সাফাই’, বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক ‘ওয়াদা’। বৃন্দাবন দাসের রচনায় এজাজ মুন্নার পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘অংক স্যার’।
চঞ্চল চৌধুরী বলেন, ঈদ মানেই নতুন নাটকের সমাহার। নিত্য নতুন আনন্দ দায়ক গল্প নিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার প্রচেষ্টা থাকে সবার। আমরা রাত দিন সমানতালে অভিনয় করি। এবার ঈদের জন্য প্রচুর কাজ হচ্ছে। আমি নিজেও ঈদের আগ পর্যন্ত অভিনয় করবো। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নাটক পাড়ায়।

মেহজাবীন চৌধুরী
বর্তমান সময়ের নাটকের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে মেহজাবীন চৌধুরী অন্যতম। তিনিও ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নানা ধরনের চরিত্রে অভিনয় করে বারবার প্রশংসা কুড়িয়েছেন দর্শকের। এখন আর তাকে গড়পড়তা গল্পের নাটকে কাজ করতে দেখা যায় না। দিন দিন তার কাজের সংখ্যা কমে আসছে। এবার ঈদে খুব বেশি কাজ করছেন না এই তারকা অভিনেত্রী। ছোট পর্দার কাজ তিনি কমিয়ে দিচ্ছেন। সংখ্যায় কম হলেও এবারও তার অভিনীত নাটক আলোচনায় থাকবে বলে আশাবাদ এ অভিনেত্রীর।

জিয়াউল ফারুক অপূর্ব
Apurboদীর্ঘ সময় ধরে ছোটপর্দায় একচেটিয়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেতাদের মধ্যে ওপরের দিকেই রয়েছে জিয়াউল ফারুক অপূর্বর নাম। যে কোনো চরিত্রে সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি, যার প্রমাণ পাওয়া যায় অপূর্ব অভিনীত গত কয়েক বছরের নাটকগুলোর দিকে চোখ রাখলেই। এবারের ঈদে তাকে দেখা যাবে ‘ভালোবাসি তোমায়’, ‘এসো হাত বাড়াই’, ‘হৃদয় ক্ষরণ’, ‘কদমবনে বৃষ্টি’, ‘ভালোবাসার কয়েকটা দিন’, ‘চোখের ক্ষুধা’, ‘কমলাকান্ত’সহ একাধিক নাটকে।
অপূর্ব বলেন, ওটিটির কারণে ঈদের কাজ কমিয়ে দিয়েছি। তাই বলে ছোট পর্দার দর্শকদের নিরাশ করতে পারি না। এ কারণে ভিন্ন ধারার গল্পের কিছু নাটকে অভিনয় করেছি। ঈদের নাটকে অভিনয় করতে বেশ আনন্দ লাগে। এ বছর ভালো গল্পের একাধিক নাটকে দেখতে পাবেন দর্শকরা। আশা করছি, সবার অংশগ্রহণে ঈদের আনন্দ বর্ণিল হবে।

সাবিলা নূর
Sabila-Noorগল্পের প্রয়োজনে নানা চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এই ঈদে ব্যতিক্রমী চরিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি। অনন্য ইমনের ‘আপোষহীনা’ নাটকে এই অভিনেত্রীকে দেখা যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার চরিত্রে। একই নির্মাতার ‘বিরতিহীন যাত্রা’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া মাসরিকুল আলমের ‘কদমবনে বৃষ্টি’, ‘সারপ্রাইজ’ সহ বেশ কয়েকটি নাটকে দেখা যাবে সাবিনাকে। তিনি বলেন, ঈদে দর্শকের প্রত্যাশা পূরণ করতে বরাবরের মতো অসাধারণ গল্পের কিছু নাটকে অভিনয় করেছি। আশা করছি, আমার অভিনীত কাজ গুলো দর্শকদের ভালো লাগবে।

সাফা কবির
Safa-Kobirছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। অনবদ্য অভিনয় দিয়ে সাধারণ দর্শক থেকে শুরু করে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন। সাফা কবির আসন্ন ঈদকে কেন্দ্র করে বেশ কিছু নাটকে আলো ছড়াবেন। এর মধ্যে উল্লেখযোগ্যÑ ‘খবরের ফেরিওয়ালা’, ‘ভালোবাসার কয়েকটা দিন’, ‘নীল রঙের শার্ট’ প্রমুখ। এ ছাড়া ওটিটিতে মুক্তি পাবে তার অভিনীত ফিল্ম ‘কুহেলিকা’। সাফা বলেন, ‘এবারের ঈদে একটু বেছে বেছে কাজ করছি। এ কারণে হয়তো সংখ্যাটা কম হবে। তবে যে কয়টি কাজই করেছি, দর্শকদের মনোযোগ কাড়তে সক্ষম হবে।’

মিশু সাব্বির
চেহারাটাই যেন অভিনয়ের জন্য তৈরি। সেই প্রমাণ অনেক আগে থেকেই দিয়ে আসছেন। গত কয়েক বছর ধরে নাটকে যে কয়েকজন জনপ্রিয় তারকা আছেন, তাদের মধ্যে মিশু সাব্বির অন্যতম। একসময় হাসির নাটকে বেশি দেখা যেত তাকে। কিন্তু সেই গণ্ডি পেরিয়ে নিজেকে সিরিয়াস চরিত্রেও ফুটিয়ে তুলছেন। এবারের ঈদে মিশু তেমনই কিছু কাজ নিয়ে হাজির হচ্ছেন। বললেন, ইতোমধ্যে ‘বিদেশ’ নামের একটি নাটকের কাজ শেষ করেছি। এ ছাড়া আরও কয়েকটি কাজের বিষয়ে কথা চলছে। সব মিলিয়ে এবারের ঈদে ভিন্ন ঘরানার কয়েকটি নাটক দেখতে পাবেন দর্শক।

কেয়া পায়েল
বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। গত কয়েক বছরে তার অভিনীত একাধিক নাটকই ছিল আলোচনায়। প্রায় সব নায়কের সঙ্গে জুটি বেঁধেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবারের ঈদে কেয়া পায়েল হাজির হচ্ছেন একাধিক নাটক নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘কমলাকান্ত’, ‘ফিটিং ইসমাইল’, ‘খোট’, ‘চোখের ক্ষুধা’ প্রভৃতি। অভিনেত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে অনেকগুলো কাজ করেছি। আগের কিছু শুট করা নাটকও ঈদে আসতে পারে। প্রতিটি নাটকের গল্পই ভিন্ন। আশা করছি, আমার অভিনীত কাজগুলো দর্শকদের ঈদ আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দেবে।’

মুশফিক আর ফারহান
বর্তমান সময়ে নাটক মানেই মুশফিক আর ফারহান আর ফারহান মানেই ব্যতিক্রম কিছু। গতানুগতিক প্রেমের বাইরে গল্পনির্ভর নাটকে অভিনয় করে প্রতিনিয়তই নিজের জাত চেনাচ্ছেন তিনি। নায়ক নয়, বরং ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন অভিনেতা হিসেবে। এবারের ঈদে বেশ কিছু নাটক দিয়ে দর্শকের মনোযোগ কাড়বেন মুশফিকÑ এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। মুশফিক বলেন, আমি তো গল্প দেখে কাজ করি। দর্শক আমার কাঝে প্রথম প্রাধান্য। বরাবরই চেষ্টা থাকে দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার। এবারের ঈদেও তার ব্যতিক্রম হবে না। দর্শক চাহিদার কথা মাথায় রেখে ভালো কিছু উপহার দেব ইনশাল্লাহ।

সামিরা খান মাহি
গেল কয়েক বছর ধরেই ছোটপর্দায় আলো ছড়িয়ে যাচ্ছেন সামিরা খান মাহি। এবারের ঈদেও তার দিকে নজর থাকবে দর্শকের। এই অভিনেত্রী ভিন্ন গল্পের একাধিক নাটক নিয়ে হাজির হবেন। এর মধ্যে উল্লেখযোগ্য রাফাত মজুমদারের ‘চাঁদের গায়ে চাঁদ’ এবং ‘ঈদ সালামি’। তার সহ শিল্পী নিলয় আলমগীর ও জোভান। মাহি বলেন, ‘ঈদের কাজ নিয়ে দর্শকের মধ্যে অন্যরকম আগ্রহ থাকে। তাই চেষ্টা করছি ভালো গল্পের কিছু নাটক উপহার দিতে।’ আশাকরি দর্শককে এবার ঈদে ২০টির মতো নাটক উপহার দিতে পারব।

নিলয় আলমগীর
Niloyতিনি নাটকের পরিচিত মুখ। টেলিভিশন, ইউটিউব কিংবা ফেসবুক ক্লিপগুলোয় চোখ রাখলেই তার দেখা মেলে। আসছে ঈদে ‘স্বাগতম ডাক্তার’, ‘নোনা জলে প্রেম’সহ বেশ কিছু ভিন্ন ঘরানার কাজ নিয়ে হাজির হবেন নিলয়। বললেন, ‘ঈদের সময়ে নাটক নিয়ে দর্শকের মাঝে অন্যরকম উৎসাহ কাজ করে। সে বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা কাজ করি। আশা করছি, সবগুলো কাজই তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে।’

জান্নাতুল সুমাইয়া হিমি
টেলিভিশন, ইউটিউব কিংবা ফেসবুক ক্লিপগুলোয় চোখ রাখলে তারও দেখা মেলে অনেক। বিশেষ করে নিলয়ের সঙ্গে হিমির জুটি দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। আসছে ঈদে তাকে দেখা যাবে একাধিক নাটকে। এর মধ্যে উল্লেখযোগ্যÑ ‘হৃদয় ক্ষরণ’, ‘রাত ১১:৩০ গেইট বন্ধ’, ‘স্বাগতম ডাক্তার’, ‘ওয়েডিং অব দ্য ইয়ার’, ‘নোনা জলে প্রেম’ প্রভৃতি। হিমি বলেন, আমার এখনও বেশ কয়েকটি নাটকের শুটিং করা বাকি আছে। আর আগের শুট করা নাটক যদি যুক্ত হয় তাহলে সংখ্যা বেড়ে যাবে ২৫টি।

জিয়াউল হক পলাশ
বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা তিনি। অল্প সময়ের মধ্যেই মানুষের মন জয় করে নিয়েছেন সুনিপুণ অভিনয় দিয়ে। আসছে ঈদে পলাশ অভিনীত বেশ কিছু নাটক প্রচার হবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজল আরেফিন অমি পরিচালিত ‘বিদেশ’। এর বাইরে আরও কিছু নাটকে দর্শক তাকে দেখতে পাবেন বলে জানান পলাশ।

তানজিম সাইয়ারা তটিনী
তিন বছরের ক্যারিয়ারে ‘সুহাসিনী’, ‘বাঁচিবার হলো তার সাধ’ ও ‘সময় সব জানে’সহ বেশ কয়েকটি নাটক, ওয়েব সিনেমায় অভিনয় করে দর্শক মহলে পরিচিতি পেয়েছেন তটিনী। আসন্ন ঈদে অন্তত ছয়টি নাটকে পাওয়া যাবে তাকে। এর মধ্যে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে জুটি বেঁধে ‘এসো হাত বাড়াই’, ‘পথে হলো পরিচয়’ নাটকের কাজ শেষ করেছেন। নাটক দুটি পরিচালনা করেছেন মেহেদী হাসান ও জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘ছয়টার মতো কাজ করছি। প্রতিটি গল্পই বেশ আলাদা। আশা করি, সবার ভালো লাগবে।’

খায়রুল বাসার
মূকাভিনেতা থেকে ছোটপর্দার প্রিয় মুখে পরিণত হয়েছেন অল্প সময়ে। বিশেষ করে খায়রুল বাসারের অন্যতম কাজ ভিকি জাহেদের ‘চরের মাস্টার’ ও আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’। আসন্ন ঈদুল ফিতরে বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে। এর মধ্যে আছে এল আর সোহেল পরিচালিত ‘দই ফুচকা’।

স্পর্শিয়া
সময়ের আলোচিত অভিনেত্রী স্পর্শিয়া। ‘মায়ের বিয়ে’ নামে একটি নাটকে অভিনয় করেছেন স্পর্শিয়া। যে নাটকে তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এটি রচনা করেছেন আল আমিন স্বপন ও পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ। নাটকটি আসছে ঈদুল ফিতরের ঈদের আয়োজনে প্রচার হবে। এছাড়া ঈদের আরও একাধিক নাটকে দেখা যাবে স্পর্শিয়াকে। স্পর্শিয়া বলেন, ঈদের সময় একটু ব্যস্ততা বেশি থাকে। ঈদে ঠিক কতগুলো নাটক বিভিন্ন চ্যানেল আসবে এখনো সঠিক বলতে পারছিনা। তবে এর মধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছি। ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে নাটক গুলো।

তানজিন তিশা
এসময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ঈদের বেশ কয়েকটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ঈদের আগের সময় পর্যন্ত নাটক গুলোর শুটিং করবেন। তানজিন তিশা বলেন, আসলে ঈদের নাটকের সঠিক সংখ্যা বলতে পারব না। কারণ অনেক সময় কিছু নাটক আগে শুট করা থাকে। সে গুলো অন্য সময় আসার কথা থাকলেও সেগুলো যুক্ত হয় ঈদে। তবে আমি এবার ঈদের কাজ কম করেছি। ১০-১২ টি নাটক হবে।

তৌসিফ মাহবুব
চলতি বছরের শুরুটা বেশ ভালো ভাবেই কেটেছে অভিনেতা তৌসিফ মাহবুবের। ভিকি জাহেদের ‘কাজলের দিনরাত্রি’ নাটক দিয়ে ভালো সাড়া পেয়েছেন। এরপর ভালোবাসা দিবসে জাহিদ প্রীতমের ‘মে ময়ার অব লাভ’ দিয়েও প্রশংসা পেয়েছেন। এবার ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতার। তৌসিফ মাহবুব বলেন, রমজানে বেশ কয়েকটি নাটকে শুটিং করেছি। আরও একাধিক নাটকের শুটিং শুরু করবো। তবে এবার ঈদে আমার অভিনীত প্রায় ১৭টি নাটক প্রচার হবে। সিদ্ধান্ত নিয়েছি ভালো গল্প ছাড়া আর কাজ করব না। কারণ যে গল্প আমার নিজেরই পছন্দ হয় না, দর্শকদের কী ভাবে পছন্দ হবে। তাই যাচাই-বাচাই করে কাজ করব। তৌসিফের আগে শুট করা বেশ কয়েকটি নাটক এবার ঈদে প্রচার হবে।