Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

কুলি থেকে সিনেমার সুপারস্টার

তার নাম রজনীকান্ত। হিন্দী ভাষার সিনেমার সুপারস্টার। কুলি থেকে বাসের কন্ডাকটর। বন্ধুর পরামর্শে নামলেন সিনেমায়। তারপর শুধুই সাফল্যের গল্প। তামিল ভাষার সিনমায় অভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু। তারপর হিন্দী ভাষার সিনেমা থেকে ইংরেজি ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতি স্বরুপ এবার পেলেন ভারতের সিনেমার ক্ষেত্রে সব চেয়ে বড় রাষ্ট্রীয় পুরস্কার ‘দাদা সাহেব ফালকে’। দক্ষিণ ভারতীয় এই সুপারস্টার দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন। সিনেমা জগতের সহ-শিল্পী, বন্ধু, শুভাকাঙ্খী ও প্রচার মাধ্যমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা না থাকলে আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না। বাসের কন্ডাক্টর থেকে রজনীকান্ত হয়ে উঠতে পারতাম না। আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। রজনীকান্তের আসল নাম শিবাজী রাও গাইকোয়াড। ব্যক্তিগত জীবনের ওঠা নাম রাজনীতি ও নানান টানাপোড়েন মোকাবিলা করে তিনি সিনেমার সুপারস্টার হয়ে ওঠেন। দেড়শ’রও বেশী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তামিল ছাড়াও তেলেগু, হিন্দী ও ইংরেজি ভাষার সিনেমায় অভিনয় করেছেন।