Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আমরা চেষ্টা করছি, তবে পারছি না…

আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না। কী সহজ-সরল স্বীকারোক্তি বাংলাদেশ ক্রিকেট দলের। টি-২০ বিশ্বকাপে পর পর দুটি খেলাতেই শোচনীয় পরাজয়। ইংল্যান্ডের সাথে খেলতে গিয়ে বাংলাদেশ দল ছিল বড়ই বেসামাল। শ্রীলংকার সাথে প্রথম খেলায় ক্যাচ মিস এর মহড়া দেখিয়েছে বাংলাদেশ। আর ইংল্যান্ডের সাথে দ্বিতীয় খেলায় মনে হয়েছে বাংলাদেশ যেন খেলার আগেই হেরে বসে আছে। খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের জুনিয়র খেলোয়াড় নাসুম আহমেদ অনেকটা অসহায় আত্মসমর্পন করেছেন এভাবে- আমরা তো চেষ্টা করছি। কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না…
নাসুম আহমেদের কথায় বোঝা যায় বাংলাদেশ ক্রিকেট দল বাস্তবে কতটা শক্তি নিয়ে বিশ্ব আসবে খেলতে গেছে। কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশ যেদিন শোচনীয় ভাবে হারে সেদিনই মূলত বাংলাদেশের শক্তিমত্তার পরিচয় পাওয়া গিয়েছিল। বলতে গেলে সৌভাগ্যক্রমে বাংলাদেশ ক্রিকেট দল কোয়ালিফায়ার-এর বাধা অতিক্রম করে শীর্ষ ১২ দলে জায়গা করে নেয়। এখন পর্যন্ত এটাই বড় স্বস্থির খবর।