Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

জেলে শুধুই বিস্কুট খাচ্ছেন শাহরুখপুত্র

মাদক মামলায় গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানপুত্র আরিয়ান খান বর্তমানে আছেন মুম্বাইয়ের আর্থার রোড জেলে। সেখানে কীভাবে দিন কাটছে এই স্টারকিডের, তা নিয়ে আগ্রহের কমতি নেই নেটিজনদের।

জেল সূত্রে সেই খবর প্রকাশ করেছে বলিউড লাইফ, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্টান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম। সেসব প্রতিবেদন অনুসারে, জেল জীবনে শুধুই বিস্কুট খেয়ে দিন কাটাচ্ছেন শাহরুখপুত্র। শুধু তা-ই নয়, গোসলও করছেন না তিনি।

জেল সূত্রের বরাতে প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, জেলের ক্যান্টিনে খাবার খাচ্ছেন না আরিয়ান। অনুরোধ করা হলে বলছেন তাঁর খিদে নেই। গেল কয়েকদিনে শুধুই খেয়েছেন জেলের ক্যান্টিন থেকে কেনা পার্লেজি বিস্কুট। গেল শুক্রবার (৮ অক্টোবর) জেলে আসার সময় সময় ১২ বোতল পানি নিয়ে এসেছিলেন আরিয়ান। সেই পানি খাচ্ছেন তিনি; তবে আর মাত্র তিন বোতল পানি অবশিষ্ট আছে। বাইরের খাবার জেলে ভিতরে নিষিদ্ধ।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, গেল চারদিন ধরে জেলে গোসল করেনি আরিয়ান।

আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি আজ সন্ধ্যায় মুলতবি ঘোষণা করেছেন বিশেষ আদালত। আগামীকালও এই শুনানি চলবে বলে জানিয়েছেন মুম্বাই সেশন কোর্ট।

টাইমস অব ইন্ডিয়া ও নিউজ ১৮-এর খবর, ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) আরিয়ান খানসহ অন্য আসামিদের জামিনের বিরোধিতা করে। এনসিবির প্রতিনিধি এএসজি অনিল সি সিংয়ের বক্তব্য কালও শুনবেন বিশেষ আদালত।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে। ২৩ বছর বয়সী আরিয়ান খানের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষ আইনজীবী সতীশ মানশিন্ডে ও জ্যেষ্ঠ আইনজীবী অমিত দেশাই।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।