Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

২৭ দিনে ১১১ মিলিয়ন ভিউ, রেকর্ড গড়লো ‘স্কুইড গেম’

নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা অরিজিনাল সিরিজ এখন ‘স্কুইড গেইম’। বুধবার এই তথ্য জানানো হয়েছে নেটফ্লিক্সের তরফ থেকে।

নয় পর্বের এই থ্রিলার মাত্র এক মাসের মধ্যেই পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছে।

নেটফ্লিক্সের টুইটারে লেখা হয়েছে, ‘স্কুইড গেম’-এর এখন অফিশিয়ালি ১১১ মিলিয়ন ভক্ত আছে। এখন পর্যন্ত কোনো সিরিজে এটাই সর্বোচ্চ।

১৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর মাত্র ২৭ দিনে ১১১ মিলিয়ন ভিউ পেয়েছে ‘স্কুইড গেম।’ ৮২ মিলিয়ন অ্যাকাউন্ট থেকে দেখা হয়েছে এই সিরিজটি।

স্কুইড গেম’ প্রথমে সিনেমা হিসেবে তৈরি হলেও পরে সিরিজ আকারে নেটফ্লিক্সে এসেছে। ২০০০ সালের একটি জাপানিজ সিনেমা ‘ব্যাটল রয়্যাল’ থেকে অনুপ্রাণিত এই সিরিজ।

টিকে থাকার লড়াইয়ের গল্প। একটি খেলা খেলতে হয় যা আপাতদৃষ্টিতে শিশুদের খেলার মতো হলেও বাস্তবে তা নয়। স্কুইড গেমে জিতলে বেঁচে থাকা যায়, নইলে মৃত্যু।