Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ভারতে দুই উৎসবে শুধুই বাংলাদেশের সিনেমা

নিজেদের চলচ্চিত্র নিয়ে আমাদের তেমন কোনো ভাবনা স্পষ্ট নয়। অথচ পাশের দেশে কোলকাতায় প্রায় একই সময়ে শুধুমাত্র বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে দুটি উৎসব অনুষ্ঠিত হবে। ২১ থেকে ২৩ অক্টোবর আগরতলায় দ্বিতীয় চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ও ২৩ থেকে ২৮ অক্টোবর গুয়াহাটিতে প্রথশ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ৩৫টি চলচ্চিত্র দুটি উৎসবে প্রদর্শিত হবে। চলচ্চিত্র হলো ‘হাসিনা আ ডটার’স টেল’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘জালালের গল্প’, ‘অমি ও আইসক্রিমঅলা’, ‘অনিল বাগচীর একদিন’, ‘যদি একদিন’, ‘জিরো ডিগ্রী’, ‘বাপজানের বায়োস্কোপ’, ‘আয়নাবাজি’, ‘কৃষ্ণপক্ষ’, ‘তুখোড়’, ‘ভুবন মাঝি’, ‘সত্বা’, ‘রাজনীতি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘হালদা’, ‘অন্তর জ্বালা’, ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘গহীন বালুচর’, ‘পুত্র’, ‘পোড়ামন ২’, ‘দেবী’, ‘জান্নাত’, ‘ফাগুন হাওয়ায়’, ‘কালো মেঘের ভেলা’, ‘মনের মত মানুষ পাইলাম না’, ‘আবার বসন্ত’, ‘মায়া: দ্য লাস্ট মাদার’, ‘গণ্ডি’, ‘ন ডরাই’, ‘বিশ্বসুন্দরী’, ‘গোর’, ‘গেরিলা’, ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘রূপসা নদীর বাঁকে’।