Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল

ঘূর্ণিঝড়রের কারণে পৌণে দুই ঘণ্টা দেরিতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। অবশেষে কোন ঝামেলা ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ওমানে পৌঁছেছে মাহমুদউল্লাহরা। স্থানীয় সময় ভোর ৪টায় মাসকট আন্তর্জাতিক বিমান বন্দরে নামে টাইগাররা।
ঘূর্ণিঝড়রের কারণে মাস্কট আন্তর্জাতিক বিমান বন্দরের সব ফ্লাইট স্থগিতের ঘোষণায় নির্ধারিত সময়ে ওমান যাওয়া নিয়ে অনিশ্চিয়তা ছিল মাহমুদউল্লাহদের। বিলম্বিত ফ্লাইটে শেষ পর্যন্ত রাত সাড়ে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওমানের উদ্দেশে দেশ ছাড়েন মুশফিক-মাহমুদউল্লাহরা।
ওমান পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। কোয়ারেন্টিনের পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন মাহমুদউল্লাহরা। এরপর ৫ অক্টোবর শুরু হবে বাংলাদেশের অনুশীলন। চার দিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আবার শুরু করবে অনুশীলন। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ খেলে পরদিন আবার তারা ওমানে ফিরে আসবেন।
১৬ অক্টোবর এক বেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। বাছাই পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওয়ানা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।
বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।