Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

দুই ভাই-ই বঙ্গবন্ধুর চরিত্রে…

দিব্য ও সৌম্য যমজ দুই ভাই। জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির আদরের দুই সন্তান ওরা। বাবা মায়ের মতো দু’জনই শোবিজের জনপ্রিয় মুখ। দিব্য’এর আগে শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ ছবিতে অভিনয় করেছে। তখন সৌম্যর একটু আফসোস ছিল। এবার সৌম্য বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছে। ছবির নাম ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। নির্মাণ করছেন মুশফিকুর রহমান গুলজার। দিব্য’র মতো সৌম্যও এই ছবিতে বঙ্গবন্ধুর ছোটবেলার চরিত্রে অভিনয় করবে।