Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

কিছু ভুল তো ছিলই!

সোমা খান

আমার অনেক ভুল সিদ্ধান্ত ছিল। হাঁটতে গেলে হোঁচট খাব, এটাই স্বাভাবিক। তবে একটা আফসোস রয়ে গেছে। ভুল থেকে সিদ্ধান্ত নিতে পারিনি। ভবিষ্যতে হয়তো একই ভুল হবে। অনেক জায়গায় যে ধরনের প্রতিক্রিয়া দেখানো দরকার তা দেখাইনি। কথা শুনেছি। অথচ প্রয়োজন মনে করলেও প্রতিক্রিয়া দেখাইনি। মন না চাইলেও অনেক কাজ করেছি। ফলে কিছু ভুল হয়েছে। দেশবরেন্য অভিনেতা, পরিচালক জাহিদ হাসান একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে একথা বলেছেন।