Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

চলচ্চিত্রে সংকট নিরসনে ফেডারেশন গঠনের উদ্যোগ

চলচ্চিত্রের ১৮টি সংগঠন মিলে একটা ফেডারেশন গঠন করতে যাচ্ছে। নাম হতে পারে ফিল্ম ফেডারেশন। চলচ্চিত্রে মন্দা, সিনেমা হলের অচলাবস্থা, দর্শক শূন্যতা ও সার্বিক সংকট নিরসনের জন্য এই ফেডারেশন গঠনের চিন্তা ভাবনা শুরু হয়েছে। আগামী ১ মাসের মধ্যে ফেডারেশন গঠনের সব কার্যক্রম চূড়ান্ত হবে বলে জানা গেছে।
১৮ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে পরিচালিক সমিতির অফিসে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৮ সংগঠনের নেতা কর্মীরা এই সভায় উপস্থিত ছিলেন। জানা গেছে চলচ্চিত্রের ১৮ সংগঠনের মধ্যে প্রত্যেক সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক এই ফেডারেশনের কমিটিতে থাকবেন। আলোচনার ভিত্তিতে দু’জনকে ফেডারেশন পরিচালনার দায়িত্ব দেয়া হবে।