Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ঢাকা থেকে নিউইয়র্ক “বাংলা গানের শুভ যাত্রা”

ঢাকার শেরাটন থেকে শুরু হয়েছিল। তারপর কাতার, ভারতের কলকাতা হয়ে এবার যাচ্ছে সুদুর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। শুরুতে নাম ছিল সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। গত ৩ বছর ধরে টাইটেলে একটু পরিবর্তন এসেছে। শুধুমাত্র শুদ্ধ সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সব চেয়ে বড় সঙ্গীত উৎসবটির সাথে যুক্ত হয়েছে ঐক্য ফাউন্ডেশন। আর তাই আয়োজনটির নাম হয়েছে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড!
এটি মিউজিক অ্যাওয়ার্ডস এর ১৬তম আসর। একজন সংবাদকর্মী হিসেবে এর শুরু থেকেই আমিও পথ হেঁটে চলেছি। হোটেল শেরাটনে প্রথম অনুষ্ঠানটি হয়েছিল। এরপর ঢাকার তো বটেই পৃথিবীর যেখানেই অনুষ্ঠানটি হয়েছে সাংবাদিক হিসেবে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে। কত স্মৃতি, কত কথা যে মনে পড়ছে। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠানটি হচ্ছে। দেশের শুদ্ধ সঙ্গীতের বিকাশে এবারের আয়োজন আরও বর্নাঢ্য ও গুরুত্বপুর্ন হয়ে উঠবে বলে বিশ্বাস করি। সব চেয়ে আনন্দের বিষয় হলো এবারের অনুষ্ঠানটি নিউইয়র্কে হবে। পৃথিবীর একটি বড় দেশে বাংলা গানের উৎসব হবে এটাই তো সব চেয়ে বড় আনন্দ। বাংলা সঙ্গীতের জয় হোক।