সর্বস্বত্ব সংরক্ষিত © 2001-2021 - আনন্দ আলো
আনন্দের খবর। অমিতাভ রেজার নতুন সিনেমা রিকশা গার্ল ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার ‘মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে’ ছবিটি দেখানো হবে। অমিতাভ রেজা নিজেই খবরটি ফেসবুকে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, এ বছর মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটির উত্তর আমেরিকা সফর। এটি এই চলচ্চিত্রের দ্বিতীয় আন্তর্জাতিক সফর। অমিতাভ রেজা আরও লিখেছেন, রিকশা গার্ল ছবির কলাকুশলীদের জন্য মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব বেশ গুরুত্বপুর্ন। কারণ উৎসবটি মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব।
রিকসা গার্ল উপন্যাসটি লিখেছেন মিতালী পারকিনস। উপন্যাসটি উত্তর আমেরিকায় বিপুলভাবে সমাদৃত। ছবির অন্যতম প্রযোজক এরিক জে অ্যাডামস এই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে ‘মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে’ রিকসা গার্ল দেখানোর ব্যাপারে বেশ আগ্রহী। ছবির সংলাপ বাংলায় নয় ইংরেজীতে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় রিকসা গার্ল এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা চৌধুরী। আরও অভিনয় করেছেন চিত্র নায়িকা চম্পা, নরেশ ভুইয়া, মোমেনা চৌধুরী সহ অনেকে।