Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

এবার লজ্জায় ডোবাল নিউজিল্যান্ড!

মাসুদ হাসান

ক্রিকেট আসলেই অনিশ্চয়তার খেলা। সে কারণেই বোধকরি একই সিরিজে মুদ্রার এপিঠ ওপিঠ দুটোই দেখতে হলো। বাংলাদেশে টি-২০ ম্যাচ খেলতে এসে নিউজিল্যান্ড প্রথম ম্যাচেই শোচনীয় ভাবে হারলো বাংলাদেশের কাছে। ৫ ম্যাচের টি-২০ টুর্নামেন্টে তৃতীয় খেলায় বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। পর-পর দুই খেলায়ই বাংলাদেশের জয়। কাজেই তৃতীয় খেলায় জিতলেই সিরিজ জয় নিশ্চিত। কিন্তু তৃতীয় ম্যাচে ঘটল চরম বিপর্যয়। এবার বাংলাদেশকে লজ্জায় ডুবাল নিউজিল্যান্ড। ১২৮ রানের জবাব দিতে গিয়েই বাংলাদেশ ৭১ রানে অলআউট। এ যেন এক মধুর প্রতিশোধ।

আগেই বলেছি ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাংলাদেশই বোধকরি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। প্রথম টি-২০ খেলায় নিউজিল্যান্ড শোচনীয় ভাবে হারার পর দ্বিতীয় খেলাতেই ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় খেলায় মাত্র ৪ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তৃতীয় খেলায় এসে চরম পরাজয়। এখন প্রশ্ন হল বাকি দুটি খেলায় ঘুরে দাঁড়াতে পারবে কী বাংলাদেশ? একটা কথা মনে রাখা উচিৎ নিউজিল্যান্ড দলের হয়ে যারা বাংলাদেশে খেলতে এসেছে তাদের কেউই আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলবেন না। আর বাংলাদেশের হয়ে যারা নিউজিল্যান্ডের সাথে মাঠের লড়াই করছেন তারা প্রায় সকলেই আসন্ন বিশ্বকাপের খেলোয়াড়। কাজেই কোনো কারণে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারে তাহলে তা হবে দুঃখজনক, লজ্জারও বটে।

সম্পর্কিত

কতদূর যাবে বাংলাদেশ?

এখন চোখ সিরিজ জয়ে

বালাইষাট। এমন অবস্থা যেন না হয়।