Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

তাহসানকে দিয়ে শুরু হচ্ছে ‘দ্য পিয়ানো লাউঞ্জ

দেশীয় সংগীত ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বরাবরের মতো গানের নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ে শুরু হচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী আয়োজন দ্য পিয়ানো লাউঞ্জ। হাতিলের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকেই অনুষ্ঠানটি দেখতে পারবেন দর্শক।

প্রথম পর্বেই থাকছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। এদিন রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে এই অভিনব অনুষ্ঠানটি দেখা যাবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান এ অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন।

চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজের তত্ত্বাবধানে নির্মিত এ অনুষ্ঠানের প্রথম ধাপে দেশবরেণ্য ১০ প্রিয় সংগীতশিল্পী নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। প্রথম পর্বে তাহসান ছাড়াও বাকিরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, শফি মণ্ডল, অনিমা রায়, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ।

অনুষ্ঠানটি নিয়ে ইজাজ খান স্বপন জানান, ব্যান্ড তারকা মানাম আহমেদের সংগীত আয়োজনে প্রতিটি গানকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা হবে Ôদ্য পিয়ানো লাউঞ্জ এ।

স্বপন জানান, রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক সব ধরনের গান পিয়ানোর সঙ্গে পরিবেশন করা হয়েছে। প্রতিটি পর্বে দর্শক শ্রোতা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলো নতুনভাবে আবিষ্কার করবেন। অনুষ্ঠানটির ভিডিও পরিচালনায় আছেন হিমেল।