সর্বস্বত্ব সংরক্ষিত © 2001-2021 - আনন্দ আলো
লাইফ সাপোর্টে বিমানের সেই মহানুভব পাইলট নওশাদ আতাউল কাইয়ুম। ফ্লাইট চালানোর সময় অসুস্থতা বোধ করা সত্বেও যাত্রীদের জীবনের নিরাপত্তার কথা ভেবে ভারতের নাগপুর বিমান বন্দরে ফ্লাইটটি অবতরণ করিয়েছিলেন। সেদিন প্রাণে বেঁচে যান বাংলাদেশ বিমানের ১২৪ জন যাত্রী । শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের নাগপুর হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
গত শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে বিমানের বিজি ০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকায় আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল। এমন ভয়ানক পরিস্থিতিতেও নওশাদ কাউয়ুম বিমানের কো-পাইলটকে নির্দেশনা দিয়ে ভারতের নাগপুরে ফ্লাইটটি অবতরণ করান। এ সময় তার প্রেসার বেড়ে যাওয়ায় মস্তিস্কে রক্ষক্ষরণ হয়। তবুও নিজ দ্বায়িত্বে সচল থেকেছিলেন তিনি।