Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

৩০০ আসনে ৩০০ সিনেপ্লেক্স চান হাবিব

দেশের ৩০০ নির্বাচনী আসনে একটি করে সিনেপ্লেক্স’এর দাবী তুলেছেন বাংলাদেশ ফিল্ম এন্ড মিডিয়া সোসাইটির সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবীব। তার মতে, একটি সংসদীয় আসন মানেই দেশের একটি অঞ্চলের ঠিকানা। একটি সংসদীয় আসন মানেই একখন্ড দেশ। চাই একটি আসনে একটি করে সিনেপ্লেক্স। আমরা গড়বো সোনার বাংলাদেশ!

হাবিবুল ইসলাম হাবিবের এই দাবী দীর্ঘ দিনের। বলতে গেলে একাই তিনি এই দাবী করে আসছেন। অথচ এই দাবী চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার হওয়া উচিৎ। একটি সংসদীয় আসনে একটি সিনেপ্লেক্স নির্মাণ হলে হিসেব অনুযায়ী গোটা দেশে ৩০০টি সিনেপ্লেক্স পাব আমরা। এটা সিনেমার উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে বলে হাবিব মনে করেন। হাবিব বলেন, সময়ের প্রয়োজনে সিনেমা হলের পরিবেশের উন্নতি হওয়া দরকার। সিনেমা দেখতে এসে মানুষ যাতে কেনাকাটার সুযোগ পায়, খাবারের সুবন্দোবস্ত থাকে। মানুষ যাতে আনন্দ আড্ডা দিতে পারে এমন আধুনিক পরিবেশ নিশ্চিত করার জন্যই সিনেপ্লেক্স প্রয়োজন।

প্রসঙ্গক্রমে হাবিব বলেন, অনেকে আমাকে প্রশ্ন করেন, সিনেপ্লেক্স চাচ্ছেন। ধরা যাক সিনেপ্লেক্স হলো। ভালো সিনেমা কই? ভালো সিনেমা নির্মাণ না হলে সিনেপ্লেক্স নির্মাণ করে কী কোন লাভ হবে? তাদের প্রতি আমার একটা কথা ডিম আগে না মুরগী আগে এই বির্তকে যাবেন না। সিনেপ্লেক্স নির্মাণ হলে ভালো সিনেমাও নির্মাণ হবে।