Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

চ্যানেল আইতে আসছে দ্য পিয়ানো লাউঞ্জ

চ্যানেল আইতে আসছে একটি নতুন গানের অনুষ্ঠান।নাম- দ্য পিইয়ানো লাউঞ্জ। প্রতি বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটে চ্যানেল আইতে অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটির প্রথম ধাপে দেশ বরেণ্য ১০ জন সঙ্গীত শিল্পী যথাক্রমে- রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মন্ডল, অনিমা রায়, তাহসান, শাফিন আহমেদ,বাপ্পা মজুমদার, সজীব ও পিন্টু ঘোষ ১০টি পর্বে গান গাইবেন।প্রতি পর্বে একজন শিল্পির ৪ টি করে গান থাকবে। মূল পৃষ্ঠপোষক হাতিল ফার্নিচার। অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন ব্যান্ড তারকা ও সঙ্গীত পরিচালক মানাম আহমেদ।