Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। নিউজিল্যান্ড স্কোয়াডে অবশ্য নেই তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের কেউ। ২০১৭ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলাটম ল্যাথাম দলকে নেতৃত্ব দিচ্ছেন। নিউজিল্যান্ড দলে তিনজন ক্রিকেটার রয়েছেন যাদের এখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি। ঢাকায় এসেছেন নিউজিল্যান্ড স্কোয়াডের ১৩ জন। ব্যাটসম্যান ফিন অ্যালেন ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ঢাকায় এসেছেন আগেই। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে ঢাকায় এসেছেন তাঁরা গত ২০ আগস্ট। এরপর হোটেলে কোয়ারেন্টিনে আছেন তাঁরা। এর আগে ১৭ আগস্ট এসেছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের তিন পর্যবেক্ষক।
বাংলাদেশে ২০১৩ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এল নিউজিল্যান্ড। তবে এরই মধ্যে তিন দফা নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। সীমিত ওভারের সিরিজ খেলে এসেছে বাংলাদেশ এ বছরের শুরুতেই।গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ আসার কথা ছিল নিউজিল্যান্ডের। করোনাভাইরাস পরিস্থিতিতে স্থগিত হয়ে যায় সে সফর। শেষ পর্যন্ত সে সিরিজটি আর হয়নি।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি হবে ১ সেপ্টেম্বর। শেষ ম্যাচটি হবে ১০ সেপ্টেম্বর। সব কটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে শুরু হওয়ার কথা ম্যাচগুলো। অস্ট্রেলিয়া সিরিজে সন্ধ্যা ৬টার দিকে খেলা শুরু হলেও এবার নিউজিল্যান্ড দর্শকের কথা ভেবে এগিয়ে আনা হচ্ছে সময়।এ সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিউজিল্যান্ডের। ২৯ আগস্ট বিকেএসপিতে সে ম্যাচ হওয়ার কথা থাকলেও নিউজিল্যান্ড শেষ পর্যন্ত বিসিবির এ প্রস্তাব নাকচ করেছে। জৈব সুরক্ষা বলয়ের বাইরে যেতে চায় না তারা। আজ জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বেন বাংলাদেশ দলের সব সদস্যরা ।