Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আবারও নাটক পরিচালনায় তারিক আনাম খান

মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি সেরা অভিনেতার পুরস্কার পান। করোনাকালেও নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি।
তবে অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও তার সুখ্যাতি আছে। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই এখন বিজ্ঞাপন নির্মাণ করেন তিনি।
আবারও নাটক পরিচালনায় দেখা যাচ্ছে তাকে। ধারাবাহিক এই নাটকটির নাম গুলশান এভিনিউ-২। গত ঈদের আগে থেকে এই নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটির আরেকজন পরিচালক তার স্ত্রী নিমা রহমান।
এ নাটক প্রসঙ্গে তারিক আনাম বলেন, অভিনয়ের মতো পরিচালনার কাজটি দারুণ উপভোগ করি। তাই মাঝে মধ্যেই কাজটি করি। নাটক পরিচালনা করছি অনেকদিন পর। প্রচারে আসার পর বোঝা যাবে নাটকটি কেমন হয়েছে। তবে আমি আশাবাদী নাটকটি দর্শকের ভালো লাগবে।
গত ঈদে বেশ কিছু নাটকে তাকে দেখা গিয়েছিল। এছাড়া একাধিক ছবির কাজ রয়েছে তার হাতে। এগুলো হলো- নুরুল আলম আতিকের পরিচালনায় ‘পেয়ারার সুবাস’, অনন্য মামুনের ‘মেকআপ’, ফজলুল কবীর তুহিনের ‘গাঙকুমারী’, নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’।
মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় সরকারী অনুদানের ছবি ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ তে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।