Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত মুহিন খান

কণ্ঠে গান তোলার পাশাপাশি লেখা, সুর সংগীতায়োজনের দিকেও গত কয়েক বছর মনোযোগ দিয়েছেন মুহিন খান। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি গান লিখেছেন ও সুর করেছেন তিনি। গানের শিরোনাম ‘পাগল হয়ে যাই’। এরই মধ্যে রেকর্ডিংয়ের কাজও শেষ করেছেন তিনি। বর্তমানে চলছে ভিডিও তৈরির প্রস্তুতি।
এ প্রসঙ্গে মুহিন খান বলেন, এ গানের ভিডিওতে ভিন্নরূপে উপস্থিত হতে চাই। এ জন্য চুল বড় করছি। এ কাজটিও শেষের দিকে। শিগ্গির শুটিংয়ে যাব। গানটির কথা ও সুর শ্রোতাদের ভীষণ ভালো লাগবে-এটা আমার বিশ্বাস। গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন এ সংগীতশিল্পী। তিনি আরও জানিয়েছেন, এখন থেকে নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন নতুন গান নিয়ে কাজ করবেন। তবে পাশাপাশি অন্য শিল্পীদের জন্যও গান করবেন।