Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

পরীর জন্য মুখ খুলতে শুরু করেছেন অনেকে

পরীমনি ইস্যুতে একটু একটু করে মুখ খুলতে শুরু করেছেন চলচ্চিত্র সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনির ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যতটুকু জানি পরীমনি তার বাবা-মাকে হারিয়েছেন। তার চলচ্চিত্র জীবন বেশ কষ্টের ছিল। পরীমনিকে নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু এর জন্য সে কি একাই দায়ী? পরীমনি যেন ন্যায্য বিচার পায় এমনটাই আশা করেছেন শাকিব খান।

এদিকে জাস্টিস ফর পরীমনি এই দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম পরীমনির মুক্তির দাবী করেছেন। ইতিমধ্যে বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী সহ সমাজের নেতৃস্থানীয় কয়েকজন নাগরিকও পরীমনির ব্যাপারে সুষ্ঠ ন্যায় সঙ্গত বিচার দাবী করেছেন। দুঃখ জনক হলেও সত্য, পরীমনি গ্রেফতার হওয়ার পর তাকে ঘিরে প্রায় প্রতিদিনই টেলিভিশনে টক শো, প্রচার মাধ্যমে খবর প্রকাশ, প্রচার হচ্ছে। কিন্তু চলচ্চিত্রের দুর্দিন নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই। দেশের সব কিছুই খুলে গেছে। কিন্তু চলচ্চিত্রাঙ্গন কবে খুলবে তা কারও জানা নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একপক্ষ অন্যপক্ষকে দেখে নেবার বাহাস লিপ্ত রয়েছেন অনেকে।