Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আসন্ন টি/২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচী

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ যে ভারতে অনুষ্ঠিত হচ্ছে না, সেটা এতদিনে সকলেরই জানা। বিশ্বকাপের দিনক্ষণ সম্পর্কেও জানা গিয়েছিল অনেক আগেই।। তবে অফিশিয়াল কোনও ঘোষণা এতদিন পর্যন্ত করেনি আইসিসি।মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ নিয়ে অফিশিয়াল ঘোষণা করে দিল বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা । আইসিসির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, ভারতে নয়, টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। সঙ্গে এও নিশ্চিত করা হয়েছে যে, টুর্নামেন্ট শুরু হবে ১৭ অক্টোবর এবং ফাইনাল খেলা হবে ১৪ নভেম্বর।

এবারের আসরটি সুপার ১২ টি দল নিয়ে অনুষ্ঠিত হবে। তবে প্রথমে আটটি কোয়ালিফাইং দেশকে নিয়ে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের খেলা। অর্থাৎ গ্রুপ পর্বের আটটি দল কে বাছাইপর্বে লড়াই করতে হবে । এই গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া্নিউগিনি।এই আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে । প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা ও রানার আপ দুটি দল সুপার ১২-র জন্য যোগ্যতা অর্জন করবে। মোট চারটি দল যাবে পরবর্তী রাউন্ডে এবং চারটি দলকে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই । প্রাথমিক পর্যায়ে কোয়ালিফাইং পর্বে বাংলাদেশ দল বি গ্রুপে ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির সাথে খেলবে।গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ দল সুযোগ পাবে সেরা ১২ দলে খেলার।

সম্পর্কিত

বাংলাদেশ দলের টি/২০ মিশন শুরু হবে আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ডের ম্যাচের মাধ্যমে।প্রথমিক পর্যায়ে ৩টি করে ম্যাচের বাংলাদেশের বাকি দুই ম্যাচ ১৯ ও ২১ অক্টোবর যথাক্রমে ওমান ও পাপুয়ানিউগিনির সাথে খেলবে বাংলাদেশ।সব ম্যাচ জয় করে গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ খেলবে বিশ্বকাপের গ্রুপ ২ এ। এই গ্রুপে বাংলাদেশকে লড়াই করতে হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্থান ও গ্রুপ এ দলের রানার আপ দলের সাথে।স্বাভাবিক ধারনায় বলাই যায় গ্রুপ এ তে চ্যাম্পিয়ন হবে শ্রীলংকা ও রানার আপ হবে আয়ারল্যান্ড।গ্রুপ (বি) চ্যাম্পিয়ন হতে পারলে সুপার টুয়েলভে জায়গা করে নেবে বাংলাদেশ এবং ম্যাচ সিডিউল গুলো হবে এমন-
২৫ অক্টোঃ বাংলাদেশ-আফগানিস্তান
২৭ অক্টোঃ বাংলাদেশ- গ্রপ এ রানারআপ দল(আয়ারল্যান্ড)সম্ভাব্য
০৩ নভেঃ বাংলাদেশ- নিউজিল্যান্ড
০৫ নভেঃ বাংলাদেশ-ভারত
০৭ নভেঃ বাংলাদেশ-পাকিস্তান

বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড,আবু ধাবি,শারজাহ ক্রিকেট গ্রাউন্ড ও ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে।