সর্বস্বত্ব সংরক্ষিত © 2001-2021 - আনন্দ আলো
১৩ আগস্ট শুক্রবার প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১০তম মৃত্যু দিবস। এ উপলক্ষে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে ‘তারেক মাসুদ স্মারক’ বক্তৃতার আয়োজন করেছে। অনলাইনে বক্তৃতা অনুষ্ঠানটিতে ‘জাতি সত্তা, চলচ্চিত্র ও তৃতীয় দুনিয়া’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন চলচ্চিত্র শিক্ষক, লেখক ও চলচ্চিত্র তাত্ত্বিক সঞ্জয় মুখোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নিবেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে ক্যাথরিন মাসুদ ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির পক্ষে বেলায়াত হোসেন মামুন। ১৩ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে মুভিয়ানা ফিল্ম সোসাইটির ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে।
‘মাটির ময়না’ খ্যাত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জন্মগ্রহণ করেন। ২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ নামে একটি সিনেমা নির্মাণৈর জন্য লোকেশন দেখতে মানিকগঞ্জে যান তারেক মাসুদ। সেখান থেকে ঢাকায় ফেরার পথে এক সড়ক দূর্ঘটনায় বন্ধু চিত্র গ্রাহক মিশুক মুনির সহ নিহত হন।