Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

উপন্যাস লিখছেন ফেরদৌস!

উপন্যাস লিখছেন চিত্রনায়ক ফেরদৌস। উপন্যাসের নাম ‘যে কাহিনী সত্য নয়।’ দুই বছর আগে উপন্যাসটি লেখা শুরু করেন। ইতিমধ্যে লেখা শেষ হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে একুশে বইমেলায় উপন্যাসটি বই আকারে প্রকাশ হবে বলে জানিয়েছেন ফেরদৌস।
একজন নিবেদিত প্রাণ অভিনেতা হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফেরদৌস। বাংলাদেশ ছাড়াও ভারতেও তিনি অভিনেতা হিসেবে বেশ পরিচিত। হিন্দী সিনেমায়ও অভিনয় করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র ফেরদৌস বলেন, জীবনের ব্যক্তিগত কিছু ঘটনা নিয়ে ‘এই কাহিনী সত্য নয়’। উপন্যাস লেখা শুরু করি দুই বছর আগে। লেখা শেষ। এখন কাটাছেড়ার কাজ চলছে। আশাকরি আমার ভক্তদের জন্য এটি একটি সেরা উপহার হবে।