Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নেন ভাই নেন উইকেটটা নেন

ক্রিকেটে স্লেজিং নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে শক্তিশালী দলের সাথে ছোট দল গুলো খেলতে নামলে কটুক্তি, অবজ্ঞাসূচক কথাবার্তা শুনে অনেক সময় নাজেহাল হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট দলের পুরোনো খেলোয়াড়দের কাছে এই ধরনের ঘটনার অনেক নজীর আছে। দল হেরে যাচ্ছে তাই প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে কটুক্তি, অবজ্ঞা শুনতে হয়েছে অনেকবার। এবার বোধকরি বাংলাদেশ এই যন্ত্রনার প্রতিশোধ নিল। পঞ্চম টি-২০ ম্যাচে ১৩ ওভারে অস্ট্রেলিয়া যখন হেরে যাচ্ছিল, তখন বাংলাদেশের তরুণ ক্রিকেটার উইকেট রক্ষক নুরুল হাসান সোহান সতীর্থ বোলার সাকিব আল হাসানের উদ্দেশ্যে বলছিলেন, নেন ভাই নেন উইকেটটা নেন। অনেকদিন পর বাসায় যাবো…
সোহানের এই বক্তব্যটুকু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।