Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার অসহায় আত্মসমার্পণ!

৪-১ এ সিরিজ জিতল বাংলাদেশ। এটাকে এক অর্থে হোয়াইট ওয়াশও বলা যায়। কারন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের ৪র্থ ম্যাচটি বাদ দিলে পুরো সিরিজেই বাংলাদেশ ছিল চালকের আসনে। বাংলাদেশের তরুন ক্রিকেটারদের সামনে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা দাঁড়াতেই পারেনি। ৫ ম্যাচ টি-২০ সিরিজের ৪ টিতেই দাপুটে জয় পেল বাংলাদেশ। শেষ ম্যাচ অর্থাৎ সিরিজের পঞ্চম ম্যাচে ৬০ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এটাকে হোয়াইট ওয়াশ বলাই যায়। অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসার আগে কতই না তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বের পরাশক্তি। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারবে না। ফল হলো তার উল্টোটা। অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে পারেনি। শেষ ম্যাচে অস্ট্রেলিয়া তো বাংলাদেশের কাছে অসহায় আত্মসমার্পণ করেছে। অভিজ্ঞদের মতে ক্রিকেটে বাংলাদেশের এই জয় আগামীর সাফল্যের ইঙ্গিত।
আসন্ন টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে বাংলাদেশের এই জয় সাহস যোগাবে। পাঁচ ম্যাচের এই টি-২০ টুর্নামেন্টে প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ চালকের আসনে বসে যায়। তারপর পর-পর ৩ ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে। ৪র্থ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। কিন্তু পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়ায়। টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই জয়ে আনন্দ আলো’র পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচছা।