সর্বস্বত্ব সংরক্ষিত © 2001-2021 - আনন্দ আলো
যা যা লাগবে
লেবু: ৬ টুকরা ছোট করে কাটা, পুদিনা পাতা: ৫টি পাতা/ সাজানোর জন্য। চিনি: ৩ চা চামচ, স্প্রাইট/সোডা ওয়াটার: আধা কাপ, লবণ: ১ চিমটি, বরফ: ক্রাশ করা, ফ্রেশ আম টুকরা: ২ টেবিল চামচ, ফ্রেশ আমের জুস: আধা গ্লাস।
প্রস্তুত প্রনালী
গ্লাসে লেবুর টুকরো গুলো, চিনি, লবণ, পুদিনা পাতা দিয়ে একটু চেপে চেপে স্ম্যাশ করে নিন।
বরফ কুঁচি বেশি করে দিন, আমের জুস ও টুকরো গুলো দিন।
এবার স্প্রাইট বা সোডা ওয়াটার দিয়ে গ্লাস এ নেড়ে নিন।
উপরে লেবু ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।